Ticker

6/recent/ticker-posts

নদী বন্দনা


মাছেরা নাচুক

হাসেরা ভাসুক

লাফাক ব্যাঙের ছানা, 


চিলেরা উড়ুক

কাকেরা ধরুক

মেলুক বকেরা ডানা।


বৃষ্টি আসুক

বাতাস বহুক

উঠুক বুকে ঢেউ, 


ভাটা পড়ুক

জোয়ার আসুক

রুখবে নাতো কেউ। 


কলমি মেলুক

জেলেরা ফেলুক

ভাসাও পালের নাও, 


ছেলেরা নামুক

মেয়েরা মাজুক

মাঝিরা বৈঠা বাও। 


বড়শি ফেলুক 

কলসি ভরুক

নাচুক চিংড়ি ছানা,


শাপলা হাসুক

ডাহুক ডাকুক

করো না কেউ মানা।


রবী শুশুক

শশী চুমুক

ঝুকুক তারার মেলা,


নদী বাঁচুক

জীবন হাসুক

করবো নাতো হেলা।


নদী বন্দনা

মনিরুল ইসলাম শ্রাবণ

রাত  ৯.৩৬

১৬ মার্চ ২৩


মেঘনা-তিতাস মোহনা: ৪ সেপ্টেম্বর ২০২১ খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ