Ticker

6/recent/ticker-posts

চেয়ার দখল


চেয়ার দখলের অসুস্থ প্রতিযোগিতা চলে সব জায়গায়

গ্রাম থেকে শহর জেলা থেকে রাজধানী সাহিত্য-সংস্কৃতি থেকে খেলাধুলা সেবামূলক বা ধর্মীয় কাজ সব জায়গাতেই চলে চেয়ার দখল করার অসুস্থ এক প্রতিযোগিতা

যোগ্যদের চেয়ে অযোগ্যরাই চেয়ারে বসে থাকতে বেশি পছন্দ করে ক্যামেরা দেখলেই ছবিতে তাদের বিশাল শরীর আর হাস্যোজ্জ্বল চেহারা নির্লজ্বের মত উঁকি দিয়ে রাখে কাজের বেলায় ঠনঠন, ভাবসাবে তারা কেউকেটা

কেউ কেউ যতটা না কাজ করে; তারচেয়ে কয়েক গুণ বেশি প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকে নিজেকে গুণী-দামী-ত্যাগী মানুষ হিসেবে পরিচিত করার জন্য যতটা পরিশ্রম আর কৌশল করে, তত পরিশ্রম জ্ঞান বা গুণ অর্জন করার জন্য করে না

খুব বেশি আত্মপ্রচার যে সমাজে নির্লজ্জতার বার্তা পৌঁছায়- এই সহজ বোধটুকুও নেই তাদের

আর কিছু লোক আছে নিজেরা তেমন কিছু করবে না কিন্তু অন্যদের ভুল ধরা বা সমালোচনা করে বেড়াবে সবসময় তাদের ভাবটা এমন যে- আমরা চাইলে পাহাড় কেটে নদী বানাতে পারি আর নদী ভরাট করে পাহাড় গড়তে পারি- কিন্তু মনে চায় না, তাই করি না  আর তোমরা সব আলতু ফালতু কাজ করে বেড়াও

 আরেকদলতো আরো বেশি অ্যাডভান্স অন্যের কাজ নিজের নামে চালিয়ে দিতে জুড়ি নেই তাদের

এসব করে সাময়িক আত্মতৃপ্ত পাওয়া যায় কিছু সুযোগ সুবিধাও পাওয়া যায় কিন্তু স্থায়িত্ব বা অমরত্বের স্বাদ পাওয়া যায় না

যেই কাজ, সৃষ্টিশীলতা বা খ্যাতির জন্য মানুষ আপনাকে যুগ যুগ ধরে স্মরণ রাখবে, তা- অল্প সময়ে, অল্প মেধায় বা অল্প পরিশ্রমে অর্জন করা যায় না

মনিরুল ইসলাম শ্রাবণ

২২ সেপ্টেম্বর ২০২২

সংযুক্ত ছবির বয়স ৯ বছর।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ