Ticker

6/recent/ticker-posts

আদব শিখি বেয়াদবের কাছ থেকে



আদব শিখি বেয়াদবের কাছ থেকে। 

পারস্য কবি শেখ সাদীকে বলা হয় মহাকবি। তাঁর কাব্য ধারার একটি বিশেষত্ব হচ্ছে আদব তথা ভদ্রতা। তার কবিতাগুলো এত জনপ্রিয় যে আজও পৃথিবীর বহু দেশে তাঁর রচিত পংক্তি গুলো প্রবাদ বচন হিসেবে মানুষের মুখে মুখে ব্যবহৃত হয়ে আসছে। 

শেখ সাদীকে একবার কেউ একজন জিজ্ঞেস করল জনাব, আপনি এত আদব শিখলেন কার কাছ থেকে। শেখ সাদী সহাস্যে উত্তর দিলেন, বেয়াদবের কাছ থেকে। প্রশ্নকর্তা আশ্চর্য হয়ে বললেন, 'বেয়াদবের কাছ থেকে আপনি আবার কিভাবে আদব শিখলেন। শেখ সাদী উত্তর দিলেন, বেয়াদব যা করে আমি তা করি না। 

খুব চমৎকার এক উত্তর। শেখ সাদীর এই উক্তি থেকে আমাদেরও অনেক শেখার আছে। আমাদের চারপাশেও অসংখ্য মানুষ আছে যারা কথায়, কাজে বেয়াদব। কেউ কেউ ভীষণ রকম বেয়াদব। তাদের কাছ থেকে আমাদেরও আদব শেখার আছে। তারা যা বলে, যা লেখে, যা করে, যেভাবে বলে, যেভাবে লেখে  যেভাবে কাজ করে, সেগুলো না করলেই আমরা আদব শিখতে পারব। 

মনিরুল ইসলাম শ্রাবণ

২৭ ডিসেম্বর ২০২২খ্রি.

ছবি কৃতজ্ঞতা: Shamim Ahmed  ভাই

২০ জানুয়ারি ২০২২ খ্রি.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ