গাধার দল পরিবেষ্টিত হয়ে থাকার চেয়ে একা থাকা ভালো। গরু-ছাগলের মিছিলের নেতৃত্ব দেয়ার চেয়ে একা হাঁটা ভালো।
পৃথিবীতে গরু, ছাগল, গাধার সংখ্যা বেশি। বাঘ, সিংহ, হাতি, ঘোড়ার সংখ্যা কম। ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। গাধা শুধু বোঝা টানার কাজে বেশ পারদর্শী। গরু দিয়ে হাল চাষ, ঘানি টানা যায়, তবে বেশি কাজে লাগে আমিষের চাহিদা পূরণে। যুদ্ধ করতে হলে আবার এদের কোনটাই দরকার হয় না। দরকার হয় হাতি বা ঘোড়ার।
এসব পুরনো কথা, আমরা সবাই জানি। নতুন কথা হলো আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যাদের সাদৃশ্য ঐ গরু, ছাগল আর গাধার মত। এরা সংখ্যাই বেশি। এদেরকে নিয়ে আপনি কোন গুরুত্বপূর্ণ কাজে নামলে সফলতা থেকে আপনার ব্যর্থ হওয়ায় বেশি সম্ভাবনাও বেশি। আর সম্মান অর্জন করবেন দূরের কথা, যতটুকু আছে ততটুকু চলে যাবার অবস্থা তৈরি হবে।
তাই কোন গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে অযথা অসংখ্য গরু, ছাগল, গাধা দিয়ে দল ভারি না করে কয়েকটা হাতি, ঘোড়া, বাঘ, সিংহ দিয়ে টিম তৈরি করুন। দেখবেন অল্পতেই ভালো সফলতা পাবেন।
মনিরুল ইসলাম শ্রাবণ
টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া
০৫ নভেম্বর ২০২২খ্রি.
0 মন্তব্যসমূহ