Ticker

6/recent/ticker-posts

হাসুন


হাসুন

যারা আপনার হাসি দেখতে পছন্দ করে তাদের জন্য হাসুন। যারা আপনার হাসি দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে তাদের জন্য আরও বেশি করে হাসুন। বুকের ভিতর কষ্টের পাহাড় জমিয়ে রেখে মুখে অট্টহাসির জোয়ার তুলুন।



মানুষ আর প্রাণীর মধ্যে যতগুলো পার্থক্য আছে তার মধ্যে অন্যতম একটি পার্থক্য হলো এই হাসি। মানুষ ছাড়া আর কোন প্রাণী হাসতে জানে না। কাজেই যে হাসতে জানে না সে মানুষ নয়। যে ব্যক্তি কারো হাসি পছন্দ করে না সেও মানুষ নয়। তাই কিছু অমানুষের জন্য আপনার মূল্যবান হাসি যেন কখনো বন্ধ না হয়।
মনিরুল ইসলাম শ্রাবণ
০২ অক্টোবর ২০২২খি. ট্যাংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।
ছবি: তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়া। ২৬ জুলাই ২০২২খ্রি. ছবি কৃতজ্ঞতা: শিপন কর্মকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ