Ticker

6/recent/ticker-posts

দুর্গন্ধ -----কবিতা




 

দুর্গন্ধ 

মনিরুল ইসলাম শ্রাবণ


উটকো গন্ধে ভরে আছে চারপাশ। 

তাই লোকটা ভীষণ নাক সিটকাচ্ছিলো,

দুর্গন্ধের উৎসের খোঁজে 

ডানে-বাঁয়ে তাকাচ্ছিল বারবার

কিন্তু খুঁজে পাচ্ছিল না। 


আশেপাশে অনেক মানুষ

ভাবল; এদের মধ্যে কারো শরীরের থেকে

হয়তো দুর্গন্ধ আসছে।


বেশ কয়েকবার বিরক্তি প্রকাশ করল সে

শেষে চিৎকার করে বলল

কার শরীর থেকে গন্ধ আসছে? 

সরে দাঁড়ান, সহ্য করতে পারছি না। 


এবার আশেপাশের লোকজনের

একটু চৈতন্য উদয় হল।

দুর্গন্ধ যে ইতিমধ্যে তাদের কেউ পেয়েছে।

সবাই দুর্গন্ধের উৎস খুঁজতে লাগলো 

এবং তারাও খুঁজে পেল না। 


কিছুক্ষণ পর একজন লোক 

সেই লোকটির কাছে এগিয়ে গেল 

দুর্গন্ধ দুর্গন্ধ বলে যে এতক্ষণ সবাইকে

ব্যতিব্যস্ত করে রেখেছিল। 


তার শরীরের কাছে নাক নিতেই 

তীব্র দুর্গন্ধে শরীর বাঁকিয়ে উঠলো তার।

 

পাওয়া গেছে, পাওয়া গেছে!!

বলে চিৎকার করে উঠলো 

সকলের আগ্রহের বস্তু এখন সে 

প্রথম চিৎকার করা ব্যক্তির দিকে মুখ বাঁকিয়ে বলল


আরে মিয়া..... দুর্গন্ধ তো 

আপনার নিজের শরীর থেকেই ছড়াচ্ছে। 


সকাল ১১:১৮

২৫ জানুয়ারি ২০২২ খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ