Ticker

6/recent/ticker-posts

ছড়া- মানুষের জন্য নদী


 মানুষ খায় ফল-ফলাদী

মানুষ খায় জল,

মানুষ খায় পুকুর নদী,

ভূমি সমতল

 

খাল খায় বিল খায়

গর্ত ডোবা খায়,

খেতে খেতে শেষটায়

নালা নর্দমা খায়

 

খেতে খেতে ভুরিটা

বেলুনের মত তার,

কে তারে রুখবে

লাঠি জোর আছে যার

 

কমে নাতো চাহিদা

দিন যায় যত,

আহা যত পায় তত খায়,

রাক্ষসের মত

 

ভাবসাবে তিনি যেন

বড় লাট সাহেব,

আড়ালে সব বলে চোর

সামনে ঠোকে হেড

 

ঝেড়ে ফেলো লজ্জা

ডর ক্ষয় পরাজয়,

হাতে হাতে রাখো আজ

পেওনাতো ভয়

 

দূষণ থেকে বাঁচাও আজ

পুকুর নদীর জল,

বন্ধ করো সব মুক্ত করো

খাল-বিলের দখল


যেনে রাখো ওরে ভাই

করোনাতো ভুল,

জলাশয় খায় যারা তারা

মানুষ নয় এক চুল।

 

ছড়া- মানুষের জন্য নদী

ছবি- আজ বিশ্ব নদী দিবস উপলক্ষেনোঙরআয়োজিত মানববন্ধনে আমি

মনিরুল ইসলাম শ্রাবণ

২৬ সেপ্টেম্বর ২০২১খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ