যদিও ডারউইনের বিবর্তন তত্ত্ব আমি বিশ্বাস করি না। তথাপি আশেপাশের কিছু মানুষ দেখে মনে হয় আমরা না হলেও তাদের পূর্ববর্তী বংশধর নিশ্চয়ই বানর থেকেই মানুষ হয়েছে। কারণ- আমি তাদের পশ্চাৎদেশে অদৃশ্য এক লেজের সন্ধান পাই। সবকিছুতেই বিশেষ করে অন্যের সবকিছুতেই নিজের লেজ নাড়ানোর মতো তাদের মারাত্মক বাজে এক স্বভাব আছে।
অন্যের ব্যক্তিগত জীবন- ঘর-সংসার, অন্যের প্রেম-বিয়ে, অন্যের ব্যবসা-চাকরি, অন্যের প্রতিষ্ঠান-সংগঠন, অন্যের অনুষ্ঠান নিয়ে তাদের অহেতুক মাথা ব্যথা, তীর্যক মন্তব্য এবং কর্তৃত্ব দেখানোর চেষ্টা আমার কাছে বানরের লেজ নাড়ানোর মতোই মনে হয়।
কথায় বলে- ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। চাইলেও তারা এটাকে লুকাতে পারে না।
মনিরুল ইসলাম শ্রাবণ
১০ মে ২৪
0 মন্তব্যসমূহ