মংক্য শৈনু নেভী একজন আদিবাসী কবি, প্রাবন্ধিক ও গবেষক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশের অন্যতম আদিবাসী জনগোষ্ঠী মারমা সমাজ ও সংস্কৃতি বিষয়ে গবেষণা কর্মের জন্য তিনি বিশেষভাবে পরিচিত । বান্দরবানের বাসিন্দা মংক্য শৈনু নেভী নিয়মিত কবিতা, গান ও প্রবন্ধ লিখে সমাদ্রিত হয়েছেন দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে।
১৯৮৮ সালে সরাসরি অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন তিনি। কাজ করেছেন ব্যাংকিং-এর বিভিন্ন শাখায়। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-০১-এর মহাব্যবস্থাপক (জিএম) পদে কর্মরত রয়েছেন।
বৌদ্ধ ধর্মের অনুসারী মংক্য শৈনু নেভী, ধর্মীয় ও পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সেমিনার, সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার ভ্রমণ করেছেন।
কিচিরমিচির পরিবারের পক্ষ থেকে এই আদিবাসী কবিকে জানাই শুভেচ্ছা।
মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক
0 মন্তব্যসমূহ