Ticker

6/recent/ticker-posts

কবি ও প্রাবন্ধিক মামুন মুস্তাফা


কবি প্রাবন্ধিক মামুন মুস্তাফা তিনি নব্বইয়ের দশকের একজন খ্যাতিমান কবি প্রায় তিন দশকের বেশি সময় ধরে কাব্য চর্চায় সচল রয়েছেন এই কবি

তাঁর প্রকাশিত গ্রন্থ ২০টিরও অধিক। সাবিত্রীর জানালা খোলা, কুহকের প্রত্নলিপি, আদর্শলিপি, পুনর্লিখন, আলো আঁধার আমার, শিখাসীমন্তিনী, একাত্তরের এলিজি, শনিবার হাওয়া ঘুড়ি, ব্যক্তিগত মেঘ স্মৃতির জলসত্র, কফিনকাব্য, ‘যাপনকথাদশ দশমী (নির্বাচিত কবিতা), শায়কচিহ্ন’, (অনুকাব্য) ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ

কবিতার পাশাপাশি প্রবন্ধ রচনাতেও সমান দক্ষ মামুন মুস্তাফা। এই বদ্বীপের কবিতাকৃতি, মননের লেখমালা, অন্য আলোর রেখা, বাংলা কবিতা : আধুনিকতার অনুসৃত, ‘আবুবকর সিদ্দিক: সমগ্রতার চিরন্তনীএবং শেষ নবীর শেষ উপদেশ ইত্যাদি প্রবন্ধগ্রন্থ বাংলা ভাষা-ভাষী পাঠককে উপহার দিয়েছেন তিনি

কবি মামুন মুস্তাফা মন মননের ছোটকাগজলেখমালানামে একটি লিটল ম্যাগ সম্পাদনা করেন। তিনি চিহ্ন সম্মানানা শেরপুর সংস্কৃতি পরিষদ কর্তৃক কবিতায় সাহিত্য সম্মাননা অর্জন করেন

৩ জুলাই ১৯৭১ সালে বাঘেরহাটে জন্ম বেড়েওঠা কবি মামুন মুস্তাফা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (অনার্স) এমএসএস সম্পন্ন করেছেন। বর্তমানে বিসিসিপিতে প্রোগ্রাম অফিসার (প্রকাশনা) হিসাবে কাজ করছেন। তাঁর স্ত্রী আমিনা মুস্তাফা একজন ব্যাংকার এবং দুই ছেলে ওয়াসিল বিল্লা এবং আরিজ বিল্লাহ। তাঁর বাবা জনাব গোলাম রসুল ছিলেন বিভিন্ন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক। এবং তাঁর মা হামিদা রসুলও বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন

সাম্প্রতিক সময়ের কবিতা বিশেষভাবে নব্বইয়ের কবিগণ কবিতায় অধিক প্রাণচাঞ্চল্য, মননশীলতা এবং বাস্তবতার আলোকে ব্যাপক আন্তর্জাতিকতাকে ধারণ করতে সক্ষম হয়েছেন মামুন মুস্তাফা। বাংলাদেশের কবিতায় তাই নব্বইয়ের দশক একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করে নিয়েছে। -সময়পর্বেরই মননবোধে উজ্জীবিত সৃজনশীল কবি হিসেবে চিহ্নিত হন মামুন মুস্তাফা। অন্তর্মুখীন বিরলপ্রজ এই কবি বৃহদার্থে রোমান্টিক সংবেদনশীল। প্রকৃতি, প্রণয় আবেগের সাথে অবিভাজ্য কালবোধ নস্টালজিয়া প্রধান হয়ে উঠেছে তাঁর কবিতায়। অন্যদিকে কবিতাবিষয়ক গদ্য রচনায় সিদ্ধি অর্জনের পথে মামুন মুস্তাফা কবিতার পরতকথাকে চিকিৎসার নতুন আলোয় তুলে আনার ক্ষেত্রে প্রয়াসী। 

গুণি এই কবি প্রাবন্ধিকের কাছে শিশু-কিশোর সাময়িকী কিচিরমিচির তুলে দিতে পেরে আমরা আনন্দিত। বাংলা কবিতার এই অন্যতম কাব্য সারথির দীর্ঘায়ু সুস্থতা কামনা

শুভেচ্ছাসহ 

মনিরুল ইসলাম শ্রাবণ 

সম্পাদক

 (তথ্য: সংগৃহীত সম্পাদিত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ