Ticker

6/recent/ticker-posts

ইউটার্ন





কিছু মানুষের সাথে কাজ করলে, আপনার যোগ্যতা, অভিজ্ঞতা বাড়ে। তাদের এবং অন্যদের কাছে আপনার মান-মর্যাদা বাড়ে। সমাজে আপনার মূল্য এবং মূল্যায়ন বাড়ে। আপনার ম্যানিব্যাগ, পকেট, ব্যাংক ব্যালেন্স কিছুটা হলেও ফোলে। 


আর কিছু মানুষের কাজ করলে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা, মান মর্যাদা এসবতো বাড়েই না, উলটো সংগ্রহে থাকা মান-সম্মান আরো কমে। আবার পকেটের টাকাও গচ্চা যায়। 


আর কিছু মানুষ আছে তাদের সাথে কাজ করলে তারা মনে করে- পাইছি একটা বলদ, এবার এটাকে যত মাগনা খাটানো যায়- খাটাই। 


এই ধরনের লোকের দেখা পেলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ইউটার্ন দিতে হবে। তা না হলে সারা জীবন আপনাকে কলুর বলদের মত শুধু খাটতে হবে। 


মনিরুল ইসলাম শ্রাবণ

২৯ অক্টোবর ২৩

সকাল ৬.০৩

টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।


(সংযুক্ত ছবিটির বয়স ৮ বছর)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ