Ticker

6/recent/ticker-posts

কুয়া কাহিনি


এ সময় এক সময় দেশের গ্রামে গঞ্জে, এমন কি শহরের মানুষের পানির চাহিদা মেটাতে হতো কুয়া থেকে। এখন আর কুয়ার দেখা পাওয়া যায় না। বর্তমানে যদি শুধুমাত্র কুয়ার মাধ্যমেই পানির প্রয়োজন মেটাতে হতো তাহলে প্রায়ই আমরা এমন কিছু খবর পেতাম। যেমন:

* কুয়ায় পড়ে যাওয়া শিশুটিকে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করল দয়াবান এক যুবক।

* অমুক মানবাধিকার সংগঠনের মাধ্যমে এলাকায় কুয়ার খনন শুরু।

* খননকৃত কুয়ার পানি পান করে উদ্বোধন করলেন অমুক নেতা।

* এলাকার কুয়ার ভিতর মিলল অজ্ঞাত লাশ।

* কুয়ায় পড়ে যাওয়া অবুজ প্রাণীটিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস।

* আলহামদুলিল্লাহ্, দীর্ঘদিন পর্যন্ত সংস্কার না হওয়ায় আমাদের পাড়ার কুয়াটিকে নিজেরা উদ্যোগ নিয়ে সংস্কার করলাম ।

* এক কুয়ার দখল নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ। নিহত ৩, আহত অর্ধশত।

* এলাকায় কুয়া না থাকায় পানির কষ্ট করছে অমুক গ্রামের অসংখ্য মানুষ।

* শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ।

* পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়েছে প্রেমিক যুগল।


* কুয়া কি শুধু বড়লোকদের জন্য ? গরিব বলে কুয়া থেকে পানি নিতে দিল না বড় লোকেরা।

* বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও শ্রেণি পেশার বিপরীতে আলাদা আলাদা থাকবে। সেখানে লেখা থাকবে মুসলিম কুয়া, হিন্দু কুয়া, খ্রিষ্টান কুয়া বা বৌদ্ধ কুয়া। 

* এছাড়াও সুন্নি কুয়া, আহলে হাদিস কুয়া, আহমদি কুয়া, হানাফি কুয়া ইত্যাদি ইত্যাদি। পাশে নোট থাকবে ‘এই সম্প্রদায় ব্যথিত অন্য কোনো সম্প্রদায়ের মানুষদের এই কুয়ার পানি পান করা নিষেধ।’

* কিছু কিছু কুয়ার পাশে লেখা থাকবে অসাম্প্রদায়িক কুয়া। যে কোন ধর্মের বর্ণের মানুষ এই কুয়ার পানি ব্যবহার করতে পারে।




 কুয়ো নিয়ে থাকতো রাষ্ট্রীয় কর্মসূচি বা রাজনৈতিক বক্তব্য। যেমন:

* দেশে নতুন আরো ১০০০ কুয়া খননের উদ্যোগ।

* কুয়া খননের প্রশিক্ষণ নিতে ৪৫ কর্মকর্তার বিদেশ সফর।

* কর্মকর্তাদের যোগসাজশে খনন না করেই ২০টি কুয়া খননের বিল তুলে নিয়েছে তমুক ঠিকাদারি প্রতিষ্ঠান।

* সরকার জনগণের চাহিদা মত কুয়া খনন করতে পারছে না। এই সরকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত কুয়ো নিয়ে জনগণের পানি সমস্যার সমাধান হবে না।---- বিরোধীদলীয় নেতা।

* দেশের জনগণের চাহিদা মেটাতে আমাদের সরকার সবচেয়ে বেশি কুয়া খনন করেছে। জনগণ তাই সরকারের পাশে আছে। -----সরকার দলীয় নেতা।

* আমি যদি নির্বাচিত হতে পারি প্রত্যেকের বাড়ি বাড়ি একটি করে কুয়া খনন করে দেবো। -----আশাবাদী নেতা

*  দেশ স্বাধীন হওয়ার এতো বছর পরও দেশের মানুষের কুয়োর সমস্যার সমাধান হলো না।---নিরাশাবাদী নেতা।


*  ফেসবুকে বিভিন্ন মিডিয়ার পাঠক শিকারি পোস্ট থাকতো এরকম।  ‘কুয়া নিয়ে ঘটলো মজার কাণ্ড। বিস্তারিত কমেন্ট সেকশনে দেখুন।” 

* কুয়া নিয়ে রচিত হতো কত কবিতা, কত গান। ঐতিহ্যবাহী কুয়া পরিদর্শন নিয়ে হতো ভ্রমণ।

* এছাড়াও যে-সব কুয়ার আশেপাশে থাকতো নানা ধরনের আলপনা, সেসব কুয়োয় ছবি তুলতো এ যুগের সেলফি সুন্দরীরা।

* পাড়ার ছেলেরাও কুয়োর ডানে-বাঁয়ে উপরে নিচে ছবি তুলে ফেসবুকে পোস্ট করত।

* কারো জন্ম, প্রেম বা শেষ গোসল হতো কুয়োর পাড়ে।

দেশে কুয়ো না থাকায় এসব চমকপ্রদ খবর থেকে বঞ্চিত হচ্ছি আমরা।


মনিরুল ইসলাম শ্রাবণ

১৭ নভেম্বর ২০২০

ছবি: ধ্বংসপ্রাপ্ত ঐতিহ্যবাহী পানাম নগরে অব্যবহৃত একটি কুয়োর সামনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ