Ticker

6/recent/ticker-posts

বৃষ্টি দিনের মিষ্টি ছড়া


বৃষ্টি দিনের মিষ্টি ছড়া 

মনিরুল ইসলাম শ্রাবণ


এলো আজি বৃষ্টি

কী মজা সৃষ্টি !

ঝম ঝম সুরে 

মধু হয়ে ঝরে। 


এলো আজি বৃষ্টি 

এ'কী অনাসৃষ্টি,

টপ টপ করে

হাট ঘাট ভরে। 


এলো আজি বৃষ্টি

অপরূপ সৃষ্টি,

ভেজে তনু মন 

নাচে সারাক্ষণ। 


এলো আজি বৃষ্টি

নিয়ে নব কৃষ্টি,

জাগে তরু দল

খুঁজে পায় বল। 


এলো আজি বৃষ্টি

জুড়ে যায় দৃষ্টি,

জল থই থই 

ধরি পুটি কৈ।


এলো আজি বৃষ্টি 

স্মৃতি ভারী মিষ্টি

খুঁজি সারাক্ষণ

মানে নাতো মন। 


মনিরুল ইসলাম শ্রাবণ

টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।       

১৭ জুন ২০২২ খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ