Ticker

6/recent/ticker-posts

রমজানের ছড়া


রমজানের ছড়া

মনিরুল ইসলাম শ্রাবণ 


প্রকৃতিতে আজ বসন্ত

বসন্তে এলো রোজা

পাপের ঘরে তালা দিয়ে

পথ চলি সোজা। 


গাছের শাখা সতেজ হলো

নতুন পাতা ঘিরে

এসো মোরা নবীন হই

পাপের খাতা ছিঁড়ে। 


নামাজ ধরো রোজা করো

কোরআন পড়ো সবে

পাখি যেমন ডেকে ওঠে

মধুর কলরবে। 


প্রভুর কাছে নিও ক্ষমা 

করো না আর ভুল

সৎ পথে চলতে শপথ

নড়বো না এক চুল। 


সবার জীবন ভরে উঠুক

পুণ্য ভেলায় দুলে

গাছে যেমন ফুটে ওঠে 

হাজার রঙের ফুলে। 


সকাল ১০:৪৬

২৪ মার্চ ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ