Ticker

6/recent/ticker-posts

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-চেতনার বাতিঘর---স্মরণিকা


সাফল্যর খাতায় আরো একটি সংযোজন।

অবশেষে প্রকাশিত হলো কবির কলমের বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু সংখ্যা "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-চেতনার বাতিঘর"। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গত মার্চে বের হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে এটি যথাসময়ে প্রকাশ করা সম্ভব হয়নি।
 
বিশেষ এই সংখ্যাটিতে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জাতীয়, স্থানীয় এবং ওপার বাংলার লেখকসহ মোট ৫৩ জন নবীন-প্রবীণ লেখকের লেখা স্থান পেয়েছে।

১০০ পৃষ্ঠার এই স্মরণিকায় রয়েছে ৭টি প্রবন্ধ, ২টি গল্প, ৮টি চিরায়ত ছড়া/কবিতা ও ৪১টি নির্বাচিত ছড়া/কবিতা। অতিরিক্ত আরো ১৫টি পৃষ্ঠা আছে বিজ্ঞাপনের জন্য।

আশা করছি খুব শীঘ্রই একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে স্মরণিকাটি সংশ্লিষ্ট লেখক, পাঠক ও বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের হাতে তুলে দিতে পারব।

নিচে দেয়া ছবিতে দেখে নিতে পারেন এই স্মরণিকায় কাদের লেখা স্থান পেয়েছে। যারা ব্রাহ্মণবাড়িয়ার বাইরে রয়েছেন মোড়ক উন্মোচনের পর কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে স্মরণিকা পৌঁছানো হবে।

এই লিটল ম্যাগাজিনটি সম্পাদনা করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। স্মরণিকাটির উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন, সম্পাদনা সহযোগী হিসেবে রয়েছেন কবি তিতাস হুমায়ূন। এটি প্রকাশনায় রয়েছে তরুণ কবিদের সংগঠন 'কবির কলম' ব্রাহ্মণবাড়িয়া

এই স্মরণিকাটি সম্পাদনা ও প্রকাশনায় বিভিন্ন সময়ে নানান ভাবে যারা আমাকে সহযোগিতা করেছেন আপনাদের সবার কাছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।



মনিরুল ইসলাম শ্রাবণ
সম্পাদক
"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-চেতনার বাতিঘর"
সভাপতি-কবির কলম।
২৯ মে ২০২২ খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ