Ticker

6/recent/ticker-posts

সুসময়/দুঃসময়


সময় যখন বর্ষাকাল

নৌকা তখন তোলে পাল

সময় যখন খারাপ হয়,

নৌকা তখন ডাঙায় রয়।

ভরা বর্ষায় নদীর বুকে একের পর এক ঢেউয়ের বাধা অতিক্রম করে যে নৌকা দুরন্ত গতিতে ছুটে চলে, শুষ্ক মৌসুমে সে নৌকাই আবার নিস্তেজ হয়ে ডাঙ্গায় পড়ে থাকে।

তার মানে নয় এইযে, সে নৌকা আবার নদীর বুকে ফিরে যেতে পারবে না। যদি নিজের কাঠামো ঠিক থাকে তাহলে আগামী বর্ষায় সে আগের চেয়েও আরো দ্বিগুণ গতিতে এগিয়ে চলার সুযোগ পেতে পারে।

কিন্তু নৌকা যদি অহংকারী হয়ে ক্ষিপ্ত গতিতে ছুটে চলে তাহলে সে চিরস্থায়ীভাবে নদীর গর্ভে বিলীন অথবা ডাঙ্গায় ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যেতে পারে।

ঠিক তেমনিভাবে যে মানুষ নিজের সুসময়ে অহংকারী হয় তার অবস্থাও স্থায়ীভাবে ধ্বংস হওয়া নৌকার মতই হয়। আর যে মানুষ নিজের দুঃসময়ে নিজেকে আরও শক্ত করে গড়ে তোলে তার জন্য অপেক্ষা করছে আরো সুন্দর সময়।


অর্থাৎ মানুষের জীবনে সুসময়/দুঃসময় আসবেই। নিজের সুসময়ে যেমন অহংকারী হওয়া চলবে না। তেমনিভাবে দুঃসময়ে হতাশ হওয়া যাবে না।


মনিরুল ইসলাম শ্রাবণ

১৪ জানুয়ারি ২০২২খ্রি.

ছবি কৃতজ্ঞতাকবি শরিফ সরকার

ছবি লোকেশনমেঘনা নদীর কোল ঘেষা চাঁনপুরের চর। ছবিগুলো গত শীতে তোলা



 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ