Ticker

6/recent/ticker-posts

মায়া (কবিতা)

মায়া

মনিরুল ইসলাম  শ্রাবণ

ব্যবহৃত কলমটির কালি শেষ হয়ে যাবার পরও 

সেটি আর ফেলে দেওয়া হয় না,

তার সঙ্গে কাটানো কিছু দিনের সম্পর্কের মায়ায় 

কলমটি স্থান পায় ঘরের কোনায়। 


এমনিভাবে ব্যবহৃত খাতা, মানিব্যাগ, ঘড়ি, চশমা, জামা, জুতো, 

টুপি, ব্রেসলেট, লাইটার, মোবাইল বা চার্জার প্রভৃতি জিনিসপত্র 

নষ্ট বা পুরাতন হয়ে যাবার পরও

সেসব পরে থাকে ঘরের কোনায়। 


আমার ঘর নানা রকম পরিত্যক্ত জিনিসপত্রে ভরা।

লোকে বলে 'ফেলো দাও না কেনো এসব'।

আমি বলি 'ফেলো দেব'। 

কিন্তু পরে আর ফেলা হয় না।

তাদের উপর ধুলো জমতে থাকে, 

জমতে থাকে মায়াও। 


আচ্ছা নিঃস্প্রাণ জড়বস্তুর উপর যার এতো মায়া

সেই আমাকে মন প্রাণ উজার করে 

যে ভালোবেসে ছিলো; তাকে 

পরিত্যক্তা, পরিণীতা, প্রাক্তন ভেবে 

কি ভাবে ফেলে দেই বলতো! 


হৃদয় জুরে যার বসবাস; তাকে কী ফেলা যায় ! 

জিনিসপত্রে না হয় ধুলা জমে, 

হৃদয়ে জমে তো শুধু মায়া। 


মায়া 

টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া

২৪ /০১/২০২১খ্রি. সকাল ৬.৩৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ