Ticker

6/recent/ticker-posts

বানভাসি কাব্য

 

আকাশ ফুরে বৃষ্টি নামে

পাহাড় বেয়ে পানি,

ডুবলো আহা প্রাণের ফসল

সোনার গ্রামখানি।


ডুবলো সবার সখের ঘর

সাজানো সংসার,

গরু ছাগল ভেসে গেলো

খবর নাহি তার।


হাট বাজার ডুবলো জলে

ইঁদুর ছানার ঘর,

কার খবর কে রাখে আজ

সবাই যেন পর।


সবুজ বৃদ্ধ অবুজ শিশু

ঐ যে ভেসে যায়,

মাটির ছোঁয়া পায় না দেহ

মানুষ অসহায়। 


কোথায় আছে নাবিক মাঝি

কোথায় নবীর সেনা,

কোথায় আছে রক্ষা তরী

কী দিয়ে যায় কেনা ?


আসবে না আর নুহ নবী

ভাসবে না তাঁর নাও,

তুমিই সাজো নবীর রঙে

বাঁচাও তোমার গাওঁ।


ইসমে আল্লাহ বলে ছাড়ো

কেঁদো না বসে ঘাটে,

জেনে রেখো খোদা তায়ালা

রইবে তোমার মাঠে।


বানভাসি কাব্য

মনিরুল ইসলাম শ্রাবণ

২২ আগস্ট ২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ