Ticker

6/recent/ticker-posts

মুখোশ


আমরা এমন একটি সময়ের মধ্যে বসবাস করছি যেখানে আমরা নিজে যা না, অন্যকে তাই দেখানোর প্রতিযোগিতায় ব্যস্ত অন্যের সামনে নিজেকে সুন্দর দেখানোর, বড়  দেখানোর, গুণী দেখানোর, ধার্মিক বোঝানোর জন্য আমাদের কি প্রাণান্ত চেষ্টা অথচ আদৌ আমরা তা হতে পারব কি না, সেই সক্ষমতা নিজের মধ্যে আছে কি না বা কীভাবে সক্ষমতা অর্জন করা যায়-এসব বিষয় নিয়ে মোটেও ভাবি না

ঈশপের গল্পে পড়েছিলাম- একবার বনে পাখিদের মধ্যে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন হলো বনের সকল সুন্দর পাখি প্রতিযোগিতায় অংশ করতে আসলো এই দেখে কাকেদের ইচ্ছা হলো তারও সুন্দরী প্রতিযোগিতার অংশগ্রহণ করবে কিন্তু কাকেরাতো রঙে কালো, দেখতে কুৎসিত তাই তারা তারা ময়ূরের ছেঁড়া পেখম লাগিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এল তারপর তারা যখন নাচতে শুরু করলো তখন একে একে কাকদের লাগানো ময়ূরের পালকগুলো খসে পড়তে লাগলো তখন অন্য পশুদের সামনে কাকদের ভণিতা প্রকাশ হয়ে গেল এবং অন্যান্য পাখিরা কাকদের তিরস্কার করে সেই প্রতিযোগিতা থেকে বের করে দিল

আমাদের চারপাশেও মুখোশ পরা এমন ভণ্ড মানুষের উপস্থিতি আছে মাঝে মাঝে তাদের অনেকের মুখোশ উন্মোচন হয়ে যায় কিন্তু যে কয়েকজনের হয়- তা খুবই সামান্য প্রকৃতপক্ষে দেশে-বিদেশে মুখোশ পরা তথাকথিত সুন্দরী, গুণী, নেতা বা ধর্ম গুরুর সংখ্যা অনেক বেশি অপেক্ষায় থাকবো হয়ত কোনোদিন সব ভণ্ডের মুখোশ একে একে উন্মোচন হয়ে যাবে

ওহে কাকের দল- ময়ূরের পেখম লাগিয়ে নিজেকে সুন্দর করার চেষ্টা করো না নিজের যা আছে, যতটুকু আছে, যেমন আছে- তার মধ্যেই থেকো আর যদি নিজের অবস্থানে সন্তুষ্ট হতে না পারো, তবে আগে সক্ষমতা অর্জন করো

মনিরুল ইসলাম শ্রাবণ

অক্টোবর ১০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ