Ticker

6/recent/ticker-posts

ফুটপাত বা বৃদ্ধাশ্রম না হোক কোনো মা’র শেষ বয়সের ঠিকানা


মানুষ ছাড়া প্রাণিকুলের আর প্রায় সকল শিশুই জন্মের পর পর খাওয়া-দাওয়া, হাঁটাচলা, উড়াউড়ি, সাঁতারকাটা বা দৌঁড়ানো শিখে যায়। একজন মানবশিশু এগুলো শিখতে বেশ কয়েক বছর সময় লাগে। ততদিনে বেশিরভাগ পশু-পাখির বাচ্চারা পরিণত হয়ে নিজেরা বাচ্চা জন্ম দিয়ে আবার বার্ধ্যকে পৌঁছে যায়। দীর্ঘ নয় মাসের অধিক সময় একজন মানবশিশুকে নিজ পেটেধারণ এবং জন্মের পর  অনেক বছর পর্যন্ত তার সমুদয় চাহিদা পূরণসহ, আদর-যত্ন করেন যে নারী তিনি তো আমাদের মা। পৃথিবীতে এই মার চেয়ে মমতাময়ী, শ্রদ্ধার, ভালোবাসার, গুরুত্বপূর্ণ ও মর্যাদাশীল ব্যক্তি আর কে হতে পারে ?

মা’কে বলা হয় সৃষ্টিকর্তার ছায়া। স্রষ্টা যেমন আমাদের সৃষ্টি করেন, লালন-পালন করেন। তেমনি প্রতিটি মা’ও আমাদের জন্মের লক্ষ্যে পেটে ধারণ করেন, লালন-পালন করেন, সুখে-দুঃখে আমাদের আগলে রাখেন। মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যার মা আছে তার কাছে পৃথিবীর আর কেনো সম্পদ না থাকলেও চলবে। আর কেউ বা অন্য কোনো কিছু মা’র প্রতিস্থাপিত হতে পারে না। যে কুঁড়েঘরে মায়ের মধুর ডাক ভেসে আসে, সে ঘরে যেনো স্বর্গ সুখ বিরাজ করে। আর যে অট্টালিকায় মা’র জায়গা হয় না, সে ঘর যেনো এক টুকরো জাহান্নাম। পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুর শব্দ মা। হাজার শব্দ আর সুরের ভিড়ে ‘মা’ ডাক যেন প্রাণে প্রশান্তি এনে দেয়। আর তাইতো সুখে-দুখে, আনন্দ-বেদনায়; এমনকি অবচেতন মনেও আমরা মাকেই ডেকে ফিরি।

মা; যার কাছে ভালোবাসা প্রকাশ করার জন্য কোনো শব্দের দরকার হয় না। দরকার হয় না কোনো দিবসের। সুখ, দুঃখের অনুভূতি প্রকাশ করা জন্য দরকার হয় কোনো ফুল বা অশ্রুর। জীবনে সফলতার জন্য যার কাছে চাইতে হয় না কোনো শুভ কামনার দোয়া বা আশির্বাদ। মার প্রতি সন্তানের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, দায়িত্ব, কর্তব্য শুধুমাত্র কোনো দিবস কেন্দ্রীক হতে পারে না। তাইতো মা দিবসের যিনি প্রচলন করেছিলেন তিনিই কিন্তু আবার এই দিবসের বিরোধীতাও করেছিলেন। কারণ তিনি যে উদ্দেশ্যে এই দিবসের সূচনা করেছিলেন, লোকজন সেই উদ্দেশ্য থেকে সরে এসেছিল। তাই দিবসের আনুষ্ঠানিকতার গণ্ডি থেকে বের হয়ে সারা বছর মার প্রতি, মা জাতির প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়িত্বশীল হতে হবে- এই হোক মা দিবসের অঙ্গীকার। বস্তি, কুঁড়েঘর, ফুটপাত বা বৃদ্ধাশ্রম না হোক কোনো মা’র শেষ বয়সের ঠিকানা। 

পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মা’দের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ