Ticker

6/recent/ticker-posts

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে একদিন.........

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে একদিন.........



আমাদের ঝিলমিল একাডেমির এক সময়ের সদস্য পরিচালক ফয়সাল সুনামধন্য এই মেডিকেল কলেজের চাকরি নেয় ২০১৭ সালে সে চাকরি নেওয়ার পর থেকেই তার মুখে প্রায়ই মেডিকেল কলেজের নানান গল্প শুনি

অবশ্য তার আগেই ব্রাহ্মণবাড়িয়ার তারকাখ্যাত চিকিৎসক সমাজসেবক ডাক্তার মোঃ আবু সাঈদ স্যার প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে টুকটাক অবগত ছিলাম কিন্তু এর ভিতরের অবকাঠামো, পরিবেশ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ফয়সালের মুখেই প্রথম শোনা হয় বলতে গেলে মেডিকেল কলেজ শিক্ষা ব্যবস্থার খুঁটিনাটি তার কাছ থেকেই শোনা

ফয়সাল আমন্ত্রণ জানায় মেডিকেল কলেজ একদিন দেখতে যেতে আমি বলি- নতুন জয়েন করেছো ভালোভাবে কাজ করো, তারপর একদিন যাব কিন্তু যাব যাব বলে আর যাওয়া হয়নি দক্ষিণ পৈরতলা থেকে ঘাটুরা পর্যন্ত ২০ মিনিটের রাস্তা অতিক্রম করতে আমার সময় লাগে পাঁচ বছর

গত বছর আজকের দিন, মানে ২০২২ সালের মার্চ অবশেষে একটি কাজে মেডিকেল কলেজে যাই ফয়সালের সঙ্গে আগেই কথা হয়েছিল সে আমাকে মেডিকেল কলেজের নানান কিছু ঘুরে ঘুরে দেখায়

মূল গেট দিয়ে ঢুকে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে দেখা যায় তিনদিকে সুপরিকল্পিতভাবে দাঁড়িয়ে আছে বহুতল ভবন বেশ পরিস্কার-পরিচ্ছন্ন চারিদিক দোতলা, তিনতলা উঠে সেই দৃশ্য দেখতে আরো ভালো লাগে

মেডিকেল কলেজের সমৃদ্ধ লাইব্রেরি এই বই গুলো দেখে আমার ভিতরে সত্যিই এক অন্যরকম অনুভূতি কাজ করে আমার মনে হতে থাকে এই বইগুলো কিছু মানুষকে অসুখ থেকে সারিয়ে তুলবে, যন্ত্রণা থেকে মুক্তি দেবে কাউকে কাউকে দেবে নতুন জীবন বইয়ের ভিতরে বাস করা অক্ষরগুলো যেন জীবনের অনু-পরমানু।। এই বইগুলো যারা লিখে তাদের প্রতি কৃতজ্ঞতা যারা পড়ে, পড়ান তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান

আমি কয়েকটি বই ছুঁয়ে দেখলাম কিছু শিক্ষার্থীদেরকে দেখলাম বেছে বেছে বই নিয়ে পাশের রুমে বসে পড়ছে ফয়সাল বলল এখন প্রায় অনেকগুলো ক্লাস একসঙ্গে চলছে আমি আশ্চর্য হলাম, এত ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে অথচ পরিবেশটা কত শান্ত বোজাই যায় না এখানে এখন ক্লাশ চলছে

আমার তখন ডিউটি ছিল না লম্বা ছুটি পেয়েছি ফলে আমি বেশ সময় নিয়েই জীবনে প্রথম কোন মেডিকেল কলেজ ঘুরে ঘুরে দেখতে থাকলাম

মেডিকেল কলেজের কনফারেন্স রুমে ফয়সাল বলল ভাই- তুমি একটি চেয়ারে বস আমি তোমাকে ছবি তুলে দেই আমি বললাম- না আমি দাঁড়িয়ে ছবি তুলব, তুমিও আমার সাথে দাঁড়াও অন্য একজনের সহযোগিতায় দুজনের ছবি উঠালাম

মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডাক্তার মো. আবু সাঈদ স্যারের ছবির সামনে আমরা বলে রাখা ভালো, ২০১৪ সালে আমার একটি গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন তিনি দীর্ঘদিন ধরে ভুক্তে থাকা সেই যন্ত্রণা থেকে আমি এখন সম্পূর্ণ মুক্ত অবসরে তাই স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাসফিয়ার জন্মও তাঁর প্রতিষ্ঠিত মধ্যপাড়া হাসপাতালে তাসফিয়ার জন্ম নিয়েও বেশ রোমাঞ্চকর একটি গল্প আছে তা অন্যদিন জানাবো সবাইকে

রিডিং রুমের এক কনারে বঙ্গবন্ধু কর্নার আর তাতে বঙ্গবন্ধু বিষয়ক নানান বই সংরক্ষণ করা হয়েছে আবার গেলে অবশ্য আমার সম্পাদনার একটি সংখ্যাও দেখা যাবে সেখানে

আমরা এখানে বেশ কিছু ছবি তুলে নিলাম আমার ছবিগুলো ফয়সালই তুলে দিল

ঘুরে ঘুরে সে বেশ কিছু রুম দেখালো আমাকে কোন রুমে কে বসেন, কি কাজ করা হয়, এইসব আর কি কারো কারো সাথে পরিচয় করিয়ে দিলো সে ক্যান্টিনে বসে চা খেতে খেতে কাশ্মীরের এক শিক্ষার্থীর সঙ্গে হিন্দিতে কথা বলল সে আমাকেও পরিচয় করিয়ে দিল ভাঙ্গা ভাঙ্গা হিন্দিতে আমিও তার কুশলাদী জিজ্ঞেস করলাম

ইচ্ছে ছিল মেডিকেল কলেজ নিয়ে একটি ফিচার লিখব কিন্তু লিখব লিখব করে নানান ব্যস্ততায় আর লেখা হয়নি এদিকে ছবিগুলোর আজ এক বছর পূর্তি হল অবশেষে তাই তাদেরকে কম্পিউটার খাঁচা থেকে বের করলাম

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ দেশের ১৩টি মেডিকেল কলেজের অন্যতম নিজ জেলার একমাত্র এই প্রতিষ্ঠানে ঝিলমিলের একজন সদস্য সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে এই বিষয়টি আমাকে সত্যিই আনন্দ দেয়

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি গত ছয় বছরে ফয়সালও নিজের কাজের দক্ষতার সাথে সকলের প্রশংসা কুড়িয়েছে বিশেষ করে করোনা কালীন সময়ে তার দেয়া সার্ভিস গর্ব করার মত ফয়সালের জন্যও রইল অনেক অনেক শুভকামনা

মনিরুল ইসলাম শ্রাবণ

০৬ মার্চ ২০২৩




















 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ