Ticker

6/recent/ticker-posts

যাকাত আদায় করুন টাকা দিয়ে, শাড়ি লুঙ্গি দিয়ে নয়। আলোচনা ।

গত এক বছরে করোনা ভাইরাসের ভয়াল থাবায় আমরা হারিয়েছি চেনা-অচেনা অসংখ্য মানুষকে। লাসের সংখ্যাধিক্যে পৃথিবী যেন এক মহাশ্মশান।

লকডাউনে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। সমাজের উচ্চবিত্ত মানুষদের তেমন কোন সমস্যা না হলেও মধ্যবিত্ত মানুষদের জীবন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবন নাভিশ্বাসের দ্বারপ্রান্তে। 

অর্থ যখন মানুষের বেঁচে থাকার অন্যতম অক্সিজেন, তখন করোনার চাইতেও এখন কর্মহীনতা কম বড় সমস্যা নয়। অর্থহীন, কর্মহীন বিপর্যস্ত এই সকল মানুষদের পাশে সরকারের পাশাপাশি সমাজের উচ্চবিত্ত মানুষদেরকেও দাঁড়াতে হবে।

করোনা বা লকডাউন  নিয়ে নতুন করে কিছু বলার নেই। আজ আমার আলোচনার বিষয় যাকাত। 

পবিত্র রমজান মাসে অতিরিক্ত সওয়াব পাওয়া যায়, তাই রমজান মাসে সবাই যাকাত দিতে পছন্দ করেন। এইজন্য এই এবার যারা যাকাত আদায় করবেন তারা প্রতি বছরের মতো এবছর শাড়ি-লুঙ্গি দিয়ে যাকাত আদায় করবেন না। আপনারা জানেন, বর্তমান করোনা ভাইরাস ও লকডাউন পরিস্থিতির কারণে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ অর্থনৈতিকভাবে  নিদারুণ কষ্টে দিন পার করছেন। 

কারো ঘরে খাবার নেই, 
কারো ঘরে ওষুধ নেই, 
কারো ঘরে প্রয়োজনীয় পোশাক নেই, 
বাচ্চাদের প্রয়োজনীয় জামা-কাপড় নেই, 
কেউবা ঋণগ্রস্ত ।

এমত অবস্থায় আপনার দেওয়া যাকাতের শাড়ি-লুঙ্গি তাদের সেই সমস্ত প্রয়োজন মেটাতে পারবে না । তার ওপর এই সমস্ত শাড়ি-লুঙ্গি কম দামে কেনা হয় বিধায় অনেকে ব্যবহার করতে পারেন না। যে দামে আপনি কাপড় কিনে আনেন, তারচেয়ে কম দামে তাদের বিক্রি করতে হয়। এতে আপনার যাকাত আদায় হলেও গরিব মানুষদের এটি খুব বেশি কাজে লাগছে না।

আপনাদের কাছে আমার অনুরোধ এবার যারা যাকাত দিবেন, আপনারা অবশ্যই টাকা দিয়ে যাকাত আদায় করবেন। এছাড়াও যাদের উপর যাকাত ফরজ নয়, কিন্তু নিজের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ রয়েছে, আপনারাও আপনাদের আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে নিজের সাধ্য অনুযায়ী দাঁড়াবেন।

একটি কথা মনে রাখবেন, বিশ্বে এখন মহামারী চলছে। এরকম মহামারী সবসময় আসেনা। এই মহামারিতে কে বেঁচে থাকব আর কে মরে যাব জানিনা। কিন্তু আজকে মানুষের বিপদে, মানুষের পাশে যদি দাঁড়াই, তাহলে পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম নেওয়াটা সার্থক হবে। তাছাড়া মৃত্যুর পর মহান আল্লাহতালার কাছে এর পুরস্কার তো অবশ্যই পাবেন। কাজেই আসুন আমরা মানুষ, দুর্দিনে মানুষের পাশে দাঁড়াই।

পবিত্র ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে যাকাত। যাকাত শব্দের মূল অর্থ বৃদ্ধি। আরেকটি  পবিত্রতা। যাকাত এ অর্থের দিকে দৃষ্টি দিলে একথা সহজেই প্রতীয়মান হয় যে, ধর্নাঢ্য ব্যক্তির অর্থ-সম্পদের পবিত্রতাকে নিশ্চিত করে যাকাত এবং যাকাত দেওয়ার মাধ্যমে কারো সম্পদ আল্লাহ তায়ালা কমিয়ে দেন না বরং বৃদ্ধি করে দেন। সুষ্ঠু যাকাত ব্যবস্থাপনা নিশ্চিত হলে সমাজে গরিব লোকের সংখ্যা কমে যায় এবং ধনী লোকের সংখ্যা বৃদ্ধি পায়।

যাকাত অন্যান্য স্বাভাবিক দান-খয়রাতের মত কোন এবাদত নয়। এটি আল্লাহতালা কর্তৃক মানুষের প্রতি একটি আদেশ । অর্থাৎ অন্যান্য ফরজ ইবাদত যেমন নামাজ, রোজার মত এটিও পবিত্র কোরআনের স্পষ্ট আয়াত ও হাদিসের বানী দ্বারা স্বীকৃত। যাদের উপর যাকাত ফরজ তাদের মহান আল্লাহতালার এই আদেশ অমান্য করার কোন সুযোগ নেই।  যাকাত দিতে অস্বীকৃতিকারীদের বিরুদ্ধে জিহাদ করার কথাও ইসলামে রয়েছে।

ইসলামী রাষ্ট্রব্যবস্থায় ও ইসলামী অর্থব্যবস্থায় সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে যাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাকাত গরিবের হক। এটি আল্লাহতালা  প্রদত্ত তাদের প্রাপ্য।

নিচে আমি একটি লিংক দিয়ে দিচ্ছি। ওই লিংকে ঢুকে যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা ইসলামী বিশেষজ্ঞর কাছ থেকে জানতে পারবেন।
 
https://www.youtube.com/watch?v=vDzh0_Xu4N8

মনিরুল ইসলাম শ্রাবণ 
০৩ মে ২০২১ খ্রি.
টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ