Ticker

6/recent/ticker-posts

গভীর রহস্য।



অপরের ভালো সহ্য করতে পারে না কিছু মানুষ। ঈর্ষায় চলার পথে কাঁটা ফুটে দেয়। কাঁটার আঘাতে পায়ে রক্ত ঝরে, তবুও নীরবে তারা হেঁটে যায় আপন গৌন্তব্যে।

কেমন আছো জিজ্ঞেস করলেই হাসি মুখে বলে "ভালো আছি"।

কাঁটা ফুটে দেয়া ব্যক্তিরা বুঝতে পারে না, তাদের হাসির উৎস কোথায়, যন্ত্রণাকে দাঁতে চেপে ধরে তারা কিভাবে হাঁটতে পারে, হাসতে পারে, ভালো আছি বলতে পারে। ---------- সে এক গভীর রহস্য।
মনিরুল ইসলাম শ্রাবণ
০৫ ডিসেম্বর ২০২১খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ