Ticker

6/recent/ticker-posts

চেতনার বাতিঘর- কবিতা-মনিরুল ইসলাম শ্রাবণ

 




চেতনার বাতিঘর

মনিরুল ইসলাম শ্রাবণ


তুমি আসবে বলেই বাঙালির হাজার বছরের অপেক্ষা... 

তুমি আসবে বলেই হয়তো সিরাজউদ্দৌলারা পরাজিত হয়

তুমি আসবে বলেই বাঁশেরকেল্লায় সদলবলে তিতুমীররা শহিদ হয়।


অথপর হাজার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 

তুমি এলে টুঙ্গিপাড়ায়। 

তোমার জন্য চলার পথ সুগম করে দেয়

বিপ্লবী ক্ষুদিরাম, উল্লাসকর আর প্রীতিলতারা।


তুমি আসবে বলেই তোমার জন্য পথ সাজিয়ে দেয় 

ধীরেন্দ্রনাথ, শেরে বাংলা, সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী।

তোমাকে সাহস দেয়ার জন্যই 

রক্তিম বর্ণমালার ডালি সাজিয়ে 

আত্মাহুতি দেয় মহান ভাষা শহিদগণ।


অতঃপর ছয়দফার পথ ধরে 

আগরতলা ষড়যন্ত্র মামলার আগুন ছুয়ে, 

অসহযোগ আন্দোলনের জ্বালামুখ হয়ে 

আর ৭০ এর নির্বাচনের বিজয়মালা পরে 

তুমি এলে এই বাংলায় বঙ্গবন্ধু হয়ে।


তোমার নির্দেশে লাখে লাখে বীর মুক্তিযোদ্ধা 

বন্দুক, গোলাবারুদ, ট্যাংক, কামান, বোমার সামনে 

ঝাঁপিয়ে পরে বুকের তাজা রক্ত ঢেলে দেয়।

অতঃপর তুমি আবার এলে বাঙালির জনক হয়ে 

বহু কাঙ্খিত স্বাধীনতার মহানায়ক হয়ে।


তারপর ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে

রক্ত ঝর্নায় স্বপরিবারে নাম লিখালে বড় নির্মমতায়।

ঘাতকদলের ষড়যন্ত্র বিফল করে দিয়ে তুমি হলে

বাঙালির আদর্শ ও চেতনার বাতিঘর।

তুমি আজো বাঙালিকে পথ দেখাও 

মুক্তির দিশারী, আলোর কাণ্ডারী হয়ে।


আজ তোমার জন্মদিন 

তোমার স্মৃতির প্রতি জানাই 

অফুরন্ত শুভেচ্ছা, গভীর শ্রদ্ধাঞ্জলি।


রাত দশটা  ১৬ মার্চ ২০২২খ্রি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ