Ticker

6/recent/ticker-posts

আট জন কবির একটি কবিতা


 


আট জন কবির একটি কবিতা

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিদের ঐক্যবদ্ধ প্রতিবাদ

ঐক্যের গান

কে বলেছে হিন্দু তুমি, কে বলেছে হও মুসলমান,

মানুষ আমরা ধরার বুকে সবাই কিন্তু এক সমান।


দেহের মাঝে রক্ত মোদের একই রঙে রঙিন জানি,

তবে কেনো ধরার বুকে স্বার্থের লগে টানাটানি?


মানুষ সত্য ধরার বুকে বলছি শোন মুসলিম হিন্দু,

মানুষ আমি মানুষ তুমি মনে গড়ো প্রেমের সিন্ধু।


ধর্ম নিয়ে প্রতিহিংসা কেনো করছো ঢঙে 

জাত কুলে যে বহু জাতি বসত একই সঙ্গে।


সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি রক্তে মাংসে মানুষ মোরা,

দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে এসো স্রষ্টার প্রেমে দুহাত জোড়া।


তবেই ভবে আঁধার কেটে সব জায়গাতে জ্বলবে আলো,

মানবজাতি আমরা সবে সকল ক্ষণে থাকবো ভালো।


মানুষ বাঁচুক মনুষ্যত্বে প্রভুর দেয়া পথটি যে লও, 

এক সুরে হোক প্রতিধ্বনি যে যার ধর্মে জাগ্রত হও।


আমরা সবে দুনিয়াতে অল্প দিনের পথচারি,

তাই বলি ভাই ধর্ম নিয়ে করো না আর বাড়াবাড়ি।


রচনা


মনিরুল ইসলাম শ্রাবণ 

মোঃ শরীফ সরকার 

তিতাস হুমায়ুন 

মোঃ শরীফ উদ্দীন

মোঃ ওয়াসিম মোল্লা 

মোঃ সাজু আহমেদ

এস এম শাহাবুদ্দিন প্রকৃতি

সুমন রেজা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ