Ticker

6/recent/ticker-posts

অধ্যাপক এ কে এম হারুনুর রশিদ স্যার স্মরণে.... কবিতা


 

অধ্যাপক এ কে এম হারুনুর রশিদ স্যার স্মরণে....

মনিরুল ইসলাম শ্রাবণে


এখনো ফুল ফোঁটে এখানকার বাগানে

ভ্রমরেরা গুঞ্জন করে 

মৌমাছি করে মধু আহরণ 

কিন্তু ওরা জানে এখনকার ফুলে আর গন্ধ নেই।


পল্লব সুশোভিত গাছপালা গুলোতে এখনো পাখি ডাকে

ডাকে বসন্তের কোকিল 

কলরবে মুখরিত বৃক্ষরাজি 

কিন্তু সে কুঞ্জনে আজ সুর নেই, গান নেই।


আজও তিতাস বয়ে চলে স্বমহিমায়

নিরন্তর ঢেউ তার আজো বহে 

কিন্তু সে তরঙ্গে আজ উৎসাহ নেই।


এখনকার শরতের আকাশে আজো মেঘ খেলা করে,

মেঘে মেঘে ছেয়ে থাকে আকাশ

কিন্তু সে আজ শুভ্রতা নেই।


প্রকৃতির সবকিছুতেই আজ কী এক শূন্যতার ছাপ 

সবই যেন শোক বিরহ আর বিচ্ছেদের চাদরে ঢাকা।


এর খোঁজ নিতে আমি তাদের জিজ্ঞেস করলাম

শতবছরের নিয়ম ভেঙ্গে তোমরা আজ নিশ্চুপ কেনো।

কিন্তু প্রকৃতি কোন জবাব দিল না 

অবিরাম শুধু কেঁদে চলল। 


এ সময় কেউ আমায় কানে কানে বলল

তাদের এ কান্না হারুন স্যারের বিচ্ছেদে। 


বকুলতলা, কাজিপাড়া, 

ব্রাহ্মণবাড়িয়া। 

০৮ নভেম্বর ২০০৮ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ