Ticker

6/recent/ticker-posts

একই দিনে তিন ধর্মের উৎসব উপলক্ষে লেখা ছড়া- মোহনা।


বিশাল আকাশ একটাই চাঁদ
সর্ব লোকে জানে,
মিলাদুন্নবী, প্রবারণা পূর্ণিমা
লক্ষ্মী পূজা মানে।
একই সূর্য ছড়ায় আলো
করে না কভু ভাগ,
তুমি মানুষ শ্রেষ্ঠ জীব হয়ে
ছড়াও কেন রাগ।
একজন প্রভু ফসল ফলায়
সর্বলোকে খায়,
একজন প্রভু বৃষ্টি ঝরায়
সবাই ভিজে যায়।
একজনই মোদের পালনকর্তা
মানো আর না মানো,
তার দয়া কভু শেষ হবে না
ডাকতে যদিও না জানো।
আল্লাহ ডাকো, ডাকো ভগবান
যীশু কিংবা বৌদ্ধ,
একই সৃষ্টিকর্তার সৃষ্টি মোরা
এটাই কিন্তু শুদ্ধ।
একই দিনে তিন ধর্মের উৎসব উপলক্ষে লেখা ছড়া।
মোহনা
মনিরুল ইসলাম শ্রাবণ
২০ অক্টোবর ২০২১খ্রি.




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ