Ticker

6/recent/ticker-posts

সত্যটাকে খুঁজছি | ছড়া


সত্যটাকে খুঁজছি

মনিরুল ইসলাম শ্রাবণ

সত্য তুমি কোথায় লুকাও
পাইনা তোমায় খুঁজে,
মিথ্যা দেখে কলম লুকাই
মুখটা থাকি বুঝে।

তোমায় খুঁজি হাটবাজারে
তোমায় খুজি মাঠে,
রাজনীতিতে তোমায় খুঁজি
তোমায় খুঁজি ঘাটে।

সত্য তুমি কোথায় আছো
পাইনা খুঁজে আজ,
সবখানেই চলছে দেখি
অসত্যেরই রাজ।

পত্রিকাতে তোমায় খুঁজি
খুঁজি বই খাতায়,
মিথ্যা দেখি ভরে আছে
ফেসবুকের পাতায়।

মন্দিরেতে তোমায় খুঁজি
মসজিদেতে যাই,
গির্জা প্যাগোডায় সত্য খুঁজি
বলো কোথায় পাই।

শ্মশানে পুড়ে ছাই হলে কি
গোরস্থানে দাফন,
বল সত্য কে তোমাকে আজ
পড়িয়েছে কাফন।

ওহে প্রভু দয়ার সাগর
দূর আকাশে বসে,
সত্যটাকে কি নিলে টেনে
আপন কাছে কষে।

ফিরিয়ে দাও সত্য আমায়
ফিরিয়ে দাও বাহক,
মুখ ফুটে যেন বলতে পারি
লিখতে পারি যাহোক।

০২ এপ্রিল ২০২১খ্রি. দুপুর ০২.১০
ট্যাংকের পাড়, ব্রাহ্মণবাড়িয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ