Ticker

6/recent/ticker-posts

মানুষ হতে পেরেছো কি ? । ছড়া

 

মানুষ হতে পেরেছো কি ?

মনিরুল ইসলাম শ্রাবণ

 

মুসলিম হয়ে শ্রেষ্ঠ তুমি-হিন্দু হয়েও ভাবছ তাই,

খ্র্রিস্টান হয়ে বিশ্বজুড়ে-দেখাচ্ছো ভাই খুব বড়াই

বৌদ্ধ, ইয়াহুদী, পারসি হয়ে-অহংকারে জ্বলছো বেশ,

একাই তুমি থাকতে চাচ্ছো-বাকি সব করে নিঃশেষ


 

স্রষ্টা তিনি মহাজ্ঞানী-তার লীলা গভীর রহস্যময়,

আলো আঁধার একসাথে-রাখেন তিনি বিশ্বময়

চাইলে তিনি একটি ধর্ম-রাখতে পারতেন বিশ্বতে,

নানান ধর্ম সৃষ্টি করে-দেখেন কে যায় শ্রেষ্ঠতে

 

জন্মসূত্রে ধর্ম পালন করে-অহংকারের কিচ্ছু নাই,

অন্য ধর্মের জন্ম নিলে-একই অহংকার করতে ভাই

ধর্ম নিয়ে বড়াই করো না-লড়াই করো না কারো সাথে,

সৃষ্টিকর্তার প্রশংসা করো- সবাই মিলে একসাথে

 

ফুল বাগানে তাকিয়ে দেখো-নানান রকম ফুল ফোঁটে,

শ্রেষ্ঠ নয় সেবার বড়াই করে-নানান রকম ঘ্রাণ ছোটে

বিএনপি করে খুশি তুমি-লীগ করে ভাই দেখাচ্ছো বল,

জামাত, হেফাজত, পার্টি করে-ভাবছো তুমি শ্রেষ্ঠ দল

 

যে যা- করো; যে-যাই ধরো-মুখে তোমার বেজায় ঘি,

শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আজ-মানুষের কথা ভাবছো কি?

নীতি-আদর্শের পতাকা নিয়ে-অহংকারের জ্বলছো ছি!

মানুষ হয়ে জন্ম নিয়ে বলো-মানুষ হতে পেরেছো কি ?

 

সকাল ০৮.২১

০৫ এপ্রিল ২০২১খ্রি.

টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ