Ticker

6/recent/ticker-posts

স্বাগতম হে মাহে রমজান ( প্রার্থনা)

স্বাগতম হে মাহে রমজান
রহমত, বরকত, মাগফেরাতের মাস পবিত্র রমজান শুরু হলো আজ।
আত্মশুদ্ধি অর্জন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে পবিত্র রমজানের মাসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। পবিত্র কোরআন ও হাদিসের তথ্যমতে এবং বিভিন্ন হক্কানি ওলামায়ে কেরামের বর্ননা অনুযায়ী পবিত্র রমজান মাসে * অভিশপ্ত শয়তানকে বন্দি করা হয়, * কবরবাসীদের আজাব মাফ করা হয়, * প্রতিটি পুন্যবান কাজের জন্য অন্যান্য মাসের তুলনায় ৭০ গুণ বেশি সওয়াব প্রদান করা হয়। * এবং রোজাদারদের রোজার বিনিময় আল্লাহ্ তায়ালা কেয়ামতের দিন নিজেই প্রদান করবেন, ইত্যাদি।
কাজেই এই রমজানে ফরজ ইবাদত হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ ও রোজা পালনের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়া, পবিত্র কোরআন তেলোয়াত করা, তাসবিহ পাঠ করা ও বেশি বেশি দান-খয়রাত করার মাধ্যমে আমরা সবাই যেন মহান আল্লাহ তাআলার কাছ থেকে রহমত, বরকত ও মাগফেরাত অর্জন করতে পারি এই দোয়া করি।
পাশাপাশি সারাবিশ্বে করোনা মহামারীর কারণে প্রিয় মানুষদের অনাকাংখিত মৃত্যু রোধ হওয়া, মানুষের অর্থনৈতিক দুর্দশা লাগভ হওয়া ও স্বাভাবিক জীবনযাত্রা পালনের বাঁধা অতিক্রম কওে, বিশ্বের মানুষ যেন আবার স্বাভাবিক হয়ে উঠতে পারে। পৃথিবী যেন আগের থেকে আরো সুন্দর ও পবিত্রময় হয়ে ওঠে এই কামনা করি।
চলমান করোনা মহামারী ও লকডাউনের কারনে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাড়ানোর এবং তাদের সহযোগিতা করার মাধ্যমে বেশি বেশি সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ যেন আমরা হাতছাড়া না করি ,সর্মথবান সবার প্রতি এই আহবান জানাই।
হে পরম করুনাময় মহান আল্লাহ তায়ালা-----
* আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন।
* আমাদের সকল সমস্যা দূর করে দিন।
* আপনার রহমত, বরকত, মাগফেরাত দিয়ে আমাদের ইহকাল ও পরকাল পূর্ণ করে দিন।
* আমাদের সবার মনের নেক বাসনা কবুল করুন।
--------আমিন, ছুম্মা আমিন-------।
সবাইকে পবিত্র মাহে রমজানের
শুভেচ্ছা রইল।
মনিরুল ইসলাম শ্রাবণ
১৩ এপ্রিল ২০২১ খ্রি. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ