Ticker

6/recent/ticker-posts

আমরা বাঙ্গালী/ শুভ নববর্ষ ১৪২৮ বঙ্গাব্দ ( আত্মোপলব্ধি)


আমরা বাঙ্গালী

আমাদের হাজার বছরের লালিত ভাষা, মানচিত্র, যুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, রীতি, নীতি, ধর্মীয় বিশ্বাস ও চেতনা নিয়েই আমরা বাঙ্গালী।

আমরা বাঙ্গালী
আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গাড়ো, হাজং, ত্রিপুড়া, খাসিয়া, মারমা, চাকমা, সাঁওতাল, মগ, মুরাং, মনিপুরী।
আমরা বাঙ্গালী
আমরা কৃষক, জেলে, তাতি, কামার, কুমোড়, শ্রমিক, দিনমুজুর, শিক্ষক, ডাক্তার, উকিল, সাংবাদিক, ব্যবসায়ী বা চাকুরীজীবি।
আমরা বাঙ্গালী
আমাদের আছে বৈশাখ, জৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশিন, কার্তিক, অগ্রাহায়ন, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র।
আমরা বাঙ্গালী
আমাদের আছে গৃষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
আমরা বাঙ্গালী
আমাদের আছে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র।
আমরা বাঙ্গালী
আমাদের আছে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সংগ্রাম।
আমরা বাঙ্গালী
আমাদের আছে, স্বদেশী আন্দোলন, ফরায়েজী আন্দোলন, কৃষক আন্দোলন, খেলাফত আন্দোলন, ব্রিটিস বিরোধী আন্দোলন, নীল বিদ্রোহ্, সাঁওতাল বিদ্রোহ, ভুখা অন্দোলন।
আমরা বাঙ্গালী
আমাদের আছে সিরাজউদ্দৌলাহ, তিতুমীর, ইশাখাঁ, শরীয়ত উল্লাহ, ক্ষুদিরাম, প্রীতিলতা, উল্লাসকর, ধীরেন্দ্র নাথ, ফজলুল হক, সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, বঙ্গবুন্ধ শেখ মুজিব ।
আমরা বাঙ্গালী
আমাদের আছে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, মধুসূদন, জসিম উদ্দিন, শরৎচন্দ্র, ইশ্বর চন্দ্র, বেগম রোকেয়া, শামসুর রাহমান, সতেন্দ্র নাথ, সুফিয়া কামাল, জাহানারা ইমাম।
আমরা বাঙ্গালী
এটিই আমাদের পরিচয়, যা বিশ্ববাসীর কাছে আমাদেরকে একটি আলাদা জাতী হিসেবে স্বতন্ত্র করে তোলে।
আমরা বাঙ্গালী
এটি আমাদের গৌরব, এটিই আমাদের অহংকার।
আমরা বাঙ্গালী
আমাদের যা কিছু ভালো ও মঙ্গলজনক; তা নিয়ে আমরা পথ চলি।
আমরা বাঙ্গালী
আমাদের যা কিছু অকল্যাণকর সেসব দুপায়ে দলি।
আমরা বাঙ্গালী
আমরা প্রতিনিয়ত প্রকৃতির বিরুপ পরিস্থিতির সাথে যুদ্ধ করে অথবা মানিয়ে নিয়ে বাঁচি।
আমরা বাঙ্গালী
আমরা যা কিছু অশুভ, অকল্যাণকর তার সাথে লাড়ই করি।
আমরা বাঙ্গালী
আমরা প্রতিনিয়ত আমাদের আত্মপরিচয় খুজি, সংরক্ষণ করি এবং ছড়িয়ে দেই বিশ্বের কাছে।
আমরা বাঙ্গালী
আমাদের যা আছে তার সবটা নিয়েই আমরা বাঙ্গালী।
আগামীর বাংলাদেশ হোক করোনা মুক্ত, দারিদ্র মুক্ত, সংঘাত মুক্ত, ভেদাভেদ মুক্ত।
(আসুন সব ভেদাভেদ ভুলে আবার আমরা বাঙ্গালী হই)।
শুভ নববর্ষ
১৪২৮ বঙ্গাব্দ
মনিরুল ইসলাম শ্রাবণ
১৪ এপ্রিল ২০২১ খ্রি.
ব্রাহ্মণবাড়িয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ