Ticker

6/recent/ticker-posts

আগুন জ্বালো, আগুন নিভাও। (ছড়া )


 

আগুন জ্বালো, আগুন নিভাও।

মনিরুল ইসলাম শ্রাবণ

 

মাটি দিয়ে তৈরী তুমি

আগুন দিয়ে নয়,

আগুন দিয়ে খেলা করার

স্বভাব কেন হয়।

 

আগুন যদি জ্বালতে চাও

মনের মাঝে জ্বালো,

পুড়িয়ে দাও হিংসা-বিদ্বেষ

আছো যত কালো।

 

আগুন জ্বালো সেই ঘরেতে

তারিয়ে দাও ভয়,

যেই ঘরেতে গরিব দুঃখি

অসহায়রা রয়।

 

আগুন দিয়ে পুড়িয়ে দাও

অত্যাচারির রাজ,

দূর্বলদের মাথায় আজ

পড়িয়ে দাও তাজ।

 

জীবন যুদ্ধে লড়ছে তারা

করছে যে সংগ্রাম

পুড়ছো যাদের শহর তুমি

পুড়ছো যাদের গ্রাম।

 

পুড়ালে শহর; পুড়ালে গ্রাম

পুড়ালে জঙ্গল,

কারো সংসার পুড়ালে তুমি

পাবে না মঙ্গল।

 

নগর পুড়ালে কি আর

এরোয় দেবালয়,

সেই আগুনে পুড়তে পারে

তোমার নিজ আলয়।

 

মাটি দিয়ে তৈরী তুমি

আগুন দিয়ে নয়,

আগুন দিয়ে খেলা করার

স্বভাব কেন হয় ?

 

১০ এপ্রিল ২০২১ খ্রি.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ