Ticker

6/recent/ticker-posts

ওরা


ওরা আকাশে উড়ে বেড়ায়

ওরা বাতাসে ভেসে বেড়ায়


ওরা হাসে...

ওরা হাসতে হাসতে 

        উড়ে বেড়ায় 

                ভেসে বেড়ায় 

                        ঘুরে বেড়ায়


নীল চাদোয়া আসমানের ওপার থেকে

ওদের সহপাঠী- বন্ধুরা ওদের ডাকে

ওদের পূর্বপুরুষেরা হাতছানি দিয়ে

ওদের আদর আহ্বান জানায়...


মর্ত্যলোক ছেড়ে এসো

            এসো স্বর্গলোকে

                    এসো চির সুখের উদ্যানে...


ওদের বন্ধু 

                   সহপাঠী 

                             খেলার সাথি


ওদের বাবা-মা, 

                       দাদা-দাদি, 

                                       নানা-নানি

                

তাদের বাবা-মা, 

                 তাদের দাদা-দাদি, 

                                   তাদের নানা-নানি


ওদের নিয়ে যেতে 

আসমানের কিনারে এসে 

                                দাঁড়িয়ে থাকে,


ওরা সে আহ্বানে সাঁড়া দেয় 

                    উড়ে চলে স্বর্গলোকে...


যাবার আগে পৃথিবীটা একবার ঘুরে যায়,

উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু

                                    পূর্ব থেকে পশ্চিমে


ইউরোপ, আমেরিকার উপর দিয়ে

চীন, জাপান, রাশিয়ার উপর দিয়ে

মধ্যপ্রাচ্যের ধূধূ মরুভূমির উপর দিয়ে

সবুজ শ্যামল কোনো উপত্যকার উপর দিয়ে

ঘন জঙ্গল বেষ্টিত বনাঞ্চলের উপর দিয়ে


হিমালয় পাহাড়ের উপর দিয়ে

নীল-কালো-সবুজ জলরাশি ওপর দিয়ে

শত শত শহর-নগর, গ্রাম, ক্ষেত, বাগান 

কিংবা জন মানবহীন বিস্তীর্ণ অঞ্চল পাড়ি দিয়ে

                                                ওরা উড়ে বেড়ায়


আর ঘুরে ঘুরে দেখে...

কেউ তাদের হাসি দেখলো কি না 

কেউ তাদের হাসির আওয়াজ শুনলো কি না 


না !!!!

কেউ ওদের হাসি দেখেনি

কেউ হাসির আওয়াজ শুনতে পায়নি 


যেমনিভাবে 

পৃথিবীতে থাকার সময়

ওদের কান্নাও কেউ দেখতে পায়নি,

ওদের আর্তচিৎকার 

কারো কর্ণকুহর স্পর্শ করেনি।


তাইতো ওরা আকাশে ওড়ে

                  আকাশে ভেসে বেড়ায়

                  আকাশেই হাসে

হাসতে হাসতে ওরা উড়ে যায়

চির শান্তির স্থান

             জান্নাতুল ফেরদাউসের দিকে 

ওরা.......

                   ফিলিস্তিনের শিশু।


ওরা

মনিরুল ইসলাম শ্রাবণ

২০ অক্টোবর ২০২৩ 

টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ