Ticker

6/recent/ticker-posts

অভেদ্য দুর্গ


এই নভমণ্ডল, ভূমণ্ডল-এর মধ্যে থাকা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তারকারাজি, গ্যালাক্সি, ব্লাকহোল, নীহারিকা, পাহাড় নদী, ঝর্ণা, সাগর, জঙ্গল, গুহা বা আগ্নেয়গিরি সব কিছুই প্রচণ্ড রহস্যময়। তবে মানুষের মনের চাইতে বেশি রহস্যময় আর কিছু নেই।

যন্ত্রের জটিল হিসাব, নিউটন, ইলেক্ট্রনের গতি-প্রকৃতি, অণু বা পরমাণু- সবকিছুর রহস্য ভেদ করা যায়, কিন্তু মানুষের মনের ভেতর লুকিয়ে রাখা রহস্য- এক অভেদ্য দুর্গ।


মনিরুল ইসলাম শ্রাবণ

বিকেল ৩.৫৫

৩১ মে ২০২৩

ছবি: সোহাতা পুরাতন জামে মসজিদ, ব্রাহ্মণবাড়িয়া (১৭ আগস্ট ২০২৩)





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ