Ticker

6/recent/ticker-posts

দু’পেয়ে শেয়াল-কুকুর


 

দু’পেয়ে শেয়াল-কুকুর

মনিরুল ইসলাম শ্রাবণ।

 

দু’পেয়ে শেয়াল দেখেছ

দেখেছ কুকুর ছানা ?

আমাদের চারপাশে তারা

করে আনাগোনা।

 

রাস্তা-ঘাট হাট-বাজারে

শত লোকের ভিড়ে,

মানুষরূপে পশুর দল

চারিদিকে ঘোরে।

 

মুখ দেখে মনের ছবি

যায় না’তো পড়া,

তাদের বিশ্বাস করলেই

পড়তে হবে ধরা।

 

কখন কাকে ধরে নিয়ে

ছিঁড়ে খাবে ভাই,

চিল শকুনের দৃষ্টি নিয়ে

ঘুরছে তারা তাই ।

 

ধর্ষক খুনি ধরার বুকে

গিয়েছে যেন ভরে,

তাদের থেকে কন্যারা সব

থাকে যেন দূরে।

 

হাসিখুশি থাকুক সদা

কন্যা শিশু সব,

ধরার বুকে কন্যা সুখে

করুক কলরব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ