Ticker

6/recent/ticker-posts

কাচের শহর


ইট পাথর স্টিল লোহা আর কাচে বাঁধানো 
চোখ ধাঁধানো রঙিন আলোয় ঝলসানো 
তোমাদের এই শহরে, 
একা একা নিরালে নির্জনে আমি খুঁজে ফিরি
আমার বেঁচে থাকার কিছু অবলম্বন।

খুঁজতে খুঁজতে পেয়ে যাই একরাশ ভালোবাসা
এক অঞ্জলি বিশ্বাস, এক গুচ্ছ মায়া, এক মুঠো প্রেম।
এক চিমটি সুখ, এক দলা মমতা আর একটু সহমর্মিতা।

দলা পাকানো কালো মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে
হাসতে থাকা সূর্যের মত পেয়ে যাই একজন একজন বন্ধু।
অন্ধকার আকাশে মিটিমিটি জ¦লতে থাকা তারার মত 
পেয়ে যাই একদল সহযাত্রী।

কিন্তু কী আশ্চর্য, সব কিছুই যেন কাঁচের তৈরি।
ঝিনুকের বক্ষে লুকিয়ে থাকা মুক্তার মত
সেই মায়া-মমতা, প্রেম-ভালোবাসা, বিশ্বাস, 
সুখ আর সহমর্মিতাগুলোকে যত্ন করে রাখতে হয়।

নয়তো একটু আঘাতেই ভেঙ্গে চুরমার হয়ে যায়।
ভাটা পরা সৈকতে গড়ে তোলা বালু ঘর 
যেমন ভেঙ্গে পরে, জোয়ারের জলের আঘাতে 
মিলিয়ে যায় বালু আর পানির শরীরে।

তোমাদের এই কাচের শহরে
সন্তর্পণে আমি হেঁটে বেড়াই একটি আয়নার সন্ধানে
যে আয়নায় দেখা যাবে মানুষের মনের প্রতিচ্ছবি
তাদের ভিতর লুকিয়ে থাকা, অমানবীয় রিপুগুলি
বেড়িয়ে আসবে ফুটন্ত লাভার মত।
যার থেকে আমি পালিয়ে বেড়াবো 
দূরে বহু দূরে।

কাচের শহর
মনিরুল ইসলাম শ্রাবণ
০৬ জুলাই ২০২০খ্রি. 
টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ