Ticker

6/recent/ticker-posts

রঙিন ট্রেন


 কত হাসি-কান্না, আনন্দ-বেদনা, 

আর আশা-আকাঙ্ক্ষার গাঁঠুরি নিয়ে

অবিরাম ছুটে চলছে জীবনের ট্রেন। 


সুখ-দুঃখকে সাথী করে নিয়ে 

রেলগাড়ির দুলুনির মতোই

দুলতে থাকে আমাদের জীবন। 


স্টেশনে স্টেশনে 

কত চেনা মানুষ অচেনা হয়ে যায়,

কত পর ক্ষণিকের তরে হয়ে ওঠে আপন। 


কেউ রঙিন, কেউবা সাদাকালো

কারো ধীর, কারো গতিময়,

যে যেই ট্রেনেই উঠুক; একসময় সবাই 

কোন না কোন এক স্টেশনে নেমে যায়,

নেমে যেতে হয়! 


একদিন 

চিরতরে নেমে যেতে হবে জেনেও

ক্ষণিক যাত্রার ট্রেনের মাঝে

রঙিন নেশায় মত হয়ে থাকি। 


জানালা খোলা.......

তবুও চেয়ে দেখি না 

প্রকৃতির অপার সৌন্দর্য, 

মায়া ভরা রঙিন রূপ। 


রঙিন ট্রেন

মনিরুল ইসলাম শ্রাবণ

সকাল আটটা 

তিতাস নদীরপাড়, মেড্ডা বাজার। 

২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি.



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ