Ticker

6/recent/ticker-posts

সুখের আশ্রয় - কবিতা


 

আমি ঠিকানাহীন; তাই ভেসে-চলি।

একঘাট থেকে অন্য ঘাটে নিত্য ভেড়াই তরী।

নৌকা থেকে নদীর কিনারায় দেখি

প্রকৃতির অপরূপ। 

তার সৌন্দর্যে আশায় বাঁধি বুক,

স্বপ্ন দেখি ঘর বাঁধার। 


কিন্তু আমার স্বপ্ন বারবার অধরাই থেকে যায়। 

কখনো ভাটার টানে

কখনো জোয়ারের ধাক্কায় 

কখনোবা তীরের মানুষ ফিরিয়ে দেয়। 


তারপর আমি আবার ভেসে চলি 

অজানা গন্তব্যে। 

হয়তো কোথাও মিলবে একটু

সুখের আশ্রয়। 


রাত ১১:১৯ 

১৯ জানুয়ারি ২০২২ খ্রি.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ