Ticker

6/recent/ticker-posts

বৈশাখের গান


বৈশাখের গান

মনিরুল ইসলাম শ্রাবণ


ফাগুন গেল চৈত্র গেল

বৈশাখ এলো আজ,

পালা বদল খেলায় ঋতু

সাজল নতুন সাজ।


আসলো আবার নতুন বছর

জাগল প্রাণে ঢেউ,

সবার মনে খুশির জোয়ার

বাদ রইল না কেউ।


নতুন রবির নতুন আভায়

পালিয়ে গেল শীত,

বাঙালিরা গাইবে এবার

চির ঐতিহ্যের গীত।


শুকিয়ে যাচ্ছে পুকুর ডোবা

কমছে নদীর জল,

মৎস্য ধরার উৎসবে মাতে

খোকা খুকির দল।


আসলো হঠাৎ আকাশজুড়ে

কালবৈশাখি ঝড়,

উড়িয়ে নিলো খড়ের গাঁদা

উড়িয়ে নিলো ঘর।


কাঠফাটা ঐ রোদে পোড়ে

প্রাণীকুলের প্রাণ,

জলের ছোঁয়ায় বৃক্ষ প্রাণী

গাইছে সুখের গান।


১৪ এপ্রিল ২৩

১ বৈশাখ ১৪৩০


ছবি: চিত্রশিল্পী মামুন হুসাইন ভাইয়ের-এর মা মাহমুদা বেগম খুকু চাচির হাতে আঁকা ও সেলাই করা বাংলার চিরায়ত ঐতিহ্য ‘নকশী কাঁথা’। 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ