Ticker

6/recent/ticker-posts

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কারণে অকারণে বদলায়।


শহিদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী রচিত বিখ্যাত নাটক রক্তাক্ত প্রান্তরে বলেছেন ‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কারণে অকারণে বদলায়।’

২৩/২৪ বছর আগে পড়া সেই বাক্যটির প্রথমাংশের সাথে এতদিন একমত থাকলেও এখন আমি দ্বিমত পোষণ করি। এখন আমি বিশ্বাস করি ‘মানুষ শুধু মরে গেলেই পচে যায় না, বেঁচে থাকতেও অনেক মানুষ পচে যায়। কারণে-অকারণে পচে যায়।’

মাঝে মাঝে তাদের পোশাক-আশাক, চলায়-বলায়, লেখায়, কাজ-কর্মে সেই পচা দুর্গন্ধের খোঁজ পাওয়া যায়। এই পচে যাওয়া মানুষের কাজ কর্ম দেখে আমাদের চোখ, কান, নাক, মুখ বন্ধ করে চলতে হয়।

মনিরুল ইসলাম শ্রাবণ

১৯ ডিসেম্বর ২৩

ছবি: এক হারিয়ে যাওয়া বিকেলে গুণিজনদের সাথে। গোকর্ণঘাট, ব্রাহ্মণবাড়িয়া।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ