Ticker

6/recent/ticker-posts


এক মুহূর্তেই ভেঙে ফেলো তুমি- যে ঘর
জানো কি ?
নিজের বাঁচার তাগিদে তা তৈরি করতে
কত মেধা, পরিশ্রম আর সময় ব্যয় করেছে
একটি একটি মাকড়সা।

তোমার কাছে যা কিছু জঞ্জাল, অসুন্দর-
হতে পারে তা অন্য কারো বেঁচে থাকার
একমাত্র অবলম্বন।

তুমি যাকে অবহেলায় দূরে সরিয়ে দাও-
তাকে আঁকড়ে ধরে
সারা জীবন বাঁচতে চায়
অন্য কেউ।

তুমি ঘৃণা কর বলেই
সবাই ফেলনা নয়, খেলনা নয়।

শুধু তোমার পছন্দ নয় বলেই-
সব কিছু
অপাঙ্ক্তেয়, অনাকাঙ্ক্ষিত,
অখাদ্য ও অপাঠ্য নয়।


অপাঙ্ক্তেয়
মনিরুল ইসলাম শ্রাবণ
১৬ জানুয়ারি ২২



তোমার কাছে যা কিছু জঞ্জাল, অসুন্দর হতে পারে তা কারো বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি যাকে অবহেলায় দূরে সরিয়ে দাও- তাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচতে চায় অন্য কেউ তুমি ঘৃণা কর বলেই সবাই ফেলনা নয়, খেলনা নয় শুধু তোমার পছন্দ নয় বলেই- সব কিছু অপাঙ্ক্তেয়, অনাকাঙ্ক্ষিত, অখাদ্য অপাঠ্য নয়

মনিরুল ইসলাম শ্রাবণ

১৫ জুলাই ২২খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ