Ticker

6/recent/ticker-posts

জীবন থেকে পাওয়া

সম্প্রতি একটি জরুরি প্রয়োজনে তিনজন মানুষের কাছে সংখ্যা উল্লেখপূর্বক কিছু টাকা ধার চেয়েছিলাম প্রথমজন চাওয়া মাত্র নিজের কাছে যা ছিল তা থেকে তৎক্ষণাৎ কিছু টাকা দিয়ে দিলো দ্বিতীয় জনকে মেসেজ পাঠিয়েছিলাম, তিনি পরে জানাবেন বলে আর যোগাযোগ করেননি 


তৃতীয়জনকে ফোনে বলেছিলাম, তিনি পরেন দিন এসে একটা খাম ধরিয়ে দিলেন বাসায় এসে খাম খুলে দেখি চাহিদার চাইতে কিছু টাকা বেশি দিয়েছেন ভুলে দিয়েছেন; নাকি ইচ্ছা করে দিয়েছেন, তা জানতে ফোন দিলে তিনি জানালেন- আপনিতো কখনো টাকা ধার চান না, এখন যেহেতু চেয়েছেন, নিশ্চয়ই জরুরি প্রয়োজন, তাই একটু বেশিই দিলাম ফেরত দেওয়ার ব্যাপারে টেনশন করবেন না সময় করে দিয়েন


কথাগুলো ফেসবুকে কেন লিখলাম: কারণ এখানে জীবন ঘনিষ্ঠ কয়েকটি শিক্ষা আছে   প্রথমত: নিজেকে কখনো সমাজ বিচ্ছিন্ন করবেন না পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে সুসম্পর্ক রাখবেন কারণ আপনি জানেন না, কখন আপনার কার কাজে লাগে

দ্বিতীয়ত: জীবনে আমাদের চাহিদা অনুযায়ী সব আশা সবসময় পূরণ হবে না, কোনো কোনো আশা কিছুটা পূরণ হবে, কিছুটা হবে না আবার কখনো কখনো প্রত্যাশার চাইতেও প্রাপ্তিটা অনেক বেশি হবে


তাই জীবনের সকল ক্ষেত্রে আমাদের ধৈর্য রাখতে হবে প্রত্যাশা প্রাপ্তির অসামঞ্জস্যতা নিয়ে হতাশ হলে চলবে না ভালো-মন্দ সব বিষয়ে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে

মনিরুল ইসলাম শ্রাবণ

০১ ফেব্রুয়ারি ২০২৪


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ