Ticker

6/recent/ticker-posts

ফিরে যাও


ফিরে যাও...
আর এসো না
এই মৃত্যু উপত্যকায়
ফিরে যাও
সে নয়নাভিরাম সবুজ গালিচার দেশে
ইয়াকুত মারকুত দিয়ে বানানো অট্টালিকায়
তোমরা ফিরে যাও...
এই মৃত্যু উপত্যকায়
আর কেনো দিন এসো না।
এই দেশ
এই রাষ্ট্র
এই ভূখণ্ড
এই মাসজিদ
কোনোদিন তোমাদের ছিল না ! ?

ফিরে যাও...
বাবার আদর ভুলে
মায়ের স্নেহ ভুলে
ভাইয়ের ভালোবাসা ভুলে
বোনের মমতা ভুলে
এই কাঁটাতারের বেষ্টনী অতিক্রম করে
তোমরা ফিরে যাও
স্রোতস্বিনীর নদীর তীরে
সুমিষ্ট ঝরনাধারার কোলে।

যদি এসব ভালো না লাগে
তবে খেয়ে নিও
আবে কাউসার
তবু
তোমাদের ফিরে যেতেই হবে।

তোমাদের রোজকার কান্না
আর্ত চিৎকার
এত চিৎকার চেঁচামেচি
এত হট্টগোল
এত ধ্বংশযজ্ঞ
এত লড়াই
মারামারি
যুদ্ধ
পৃথিবীবাসী
এসব দেখতে দেখতে
ক্লান্ত
বিরক্ত
অসুখী
ওরা একটু শান্তিতে ঘুমাতে চায়!
তাই তোমরা ফিরে যাও
তোমরা ঘুমিয়ে পড়ো
তোমাদের জন্য রাখা আছে
নরম মখমলের গালিচা

এই পৃথিবী তোমাদের নয়
এই পৃথিবী তোমাদের ছিল না
এই পৃথিবী তোমাদের হবেও না
তাই তোমরা ফিরে যাও
সেখানে
যেখান থেকে
তোমরা এসেছিলে


ফিলিস্তিন: অসমাপ্ত যুদ্ধের অসমাপ্ত কাব্য
ফিরে যাও
২১ অক্টোবর ২০২৩
টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ