Ticker

6/recent/ticker-posts

রাজাকারের ছড়া


 রাজাকারের ছড়া

মনিরুল ইসলাম শ্রাবণ


এক রাজাকার দুই রাজাকার তিন রাজাকার মিলে

সকাল বিকাল সব ফন্দি করে দেশটা খাবে গিলে,

বাপ রাজাকার পুত রাজাকার নাতি পুতির দলা

ধর্ম নামের মুখোশ পরে বাজায় তাদের গলা।


নেতা রাজাকার কর্মী রাজাকার দেশপ্রেম তার মিছে

উকিল ডাক্তার সাংবাদিক আর রইবে না কেউ পিছে,

ডানে রাজাকার বামে রাজাকার রাজাকার ভরা দেশ

লাখো শহিদের রক্তে কেনা সব স্বপ্ন হচ্ছে শেষ।


চাকরি বাকরি ব্যাবসা করে কত্ত রাজাকার

নাদুস নুদুস শীরর ওদের আহা কী বাহার,

চিকন মোটা সাদা কালা রাজাকারের চেলা

পথে ঘাটে হাটে মাঠে চলছে তাদের মেলা।


শিল্পী কবি নায়ক গায়ক গুণি লোকের ভিড়ে

নব্য রাজাকার মিশে থাকে প্রগতিশীলতার নীড়ে,

এই রাজাকার সেই রাজাকার রাজাকারের পোনা

বায়ান্ন বছরে বাড়লো কত যায় কি তাদের গোনা ?


এক রাজাকার লুকিয়ে গেলে হয় কি তাদের ক্ষয়

লক্ষ রাজাকার সুর তুলে বলে হুককা হুয়ার জয়,

ছোট বড় রাজাকার মিলে ঐক্য গড়ে আজ

কোথায় পাবো সেই মুক্তিসেনা ভাঙ্গবে তাদের রাজ।



দুপুর ৩.৪২

১৭ আগস্ট ২৩

টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ