Ticker

6/recent/ticker-posts

তবুও বৃষ্টি আসুক


হয়তো ডিমে তা দেয়া মা পাখিটা 

আজ ভিজে টইটম্বুর হয়ে যাবে।

 

হয়তো প্রথম বৃষ্টি জলের ছোঁয়ায়

ভয় পাবে ফাগুনে ফোটা কচিপাতার দল।

শহরের রাস্তা-ঘাট জলাবদ্ধতায় ডুবে যাবে,

কাদায় পিচ্ছিল হয়ে যাবে গ্রামের মেঠোপথ।

 

হয়তো করিম বিবি আজ 

ভিক্ষার ঝুলি নিয়ে ঘরেই উপোস করবে,

দিনমজুর আক্তার মিয়া তার 

আদুরে কন্যার আবদার মেটাতে পারবে না।

 

হয়তো বই-খাতা বগল দাবা করে 

ভিজতে ভিজতে বাড়ি ফিরবে 

কিশোর-কিশোরীর দল,

দুরন্ত বালকেরা দাপিয়ে বেড়াবে 

মাঠ-ঘাট, পুকুর-নদী কিংবা পাড়া-মহল্লায়। 


তবুও বৃষ্টি আসুক 

তপ্ত রোদে উত্তপ্ত হওয়া মাটির বুক 

আজ শীতল হয়ে উঠুক,

একফোঁটা বৃষ্টির জন্য পক্ষীকুলের 

ছাতিফাঁটা কষ্টের নিবারণ হোক।

 

বৃষ্টি আসুক গ্রাম-শহর জুড়ে

বৃষ্টিতে বৃষ্টিতে ছেয়ে যাক আকাশ,

ভিজে ভিজে জুড়িয়ে যাক

গাছ, পাখি, মাটি, মানুষের শরীর

আর তৃষ্ণার্ত মন।

 

তবুও বৃষ্টি আসুক 

মনিরুল ইসলাম শ্রাবণ

১৫ মার্চ ২০২৩

অবকাশ, ব্রাহ্মণবাড়িয়া।

 
হয়তো প্রথম বৃষ্টি জলের ছোঁয়ায়
ভয় পাবে ফাগুনে ফোটা কচিপাতার দল।
শহরের রাস্তা-ঘাট জলাবদ্ধতায় ডুবে যাবে,
কাদায় পিচ্ছিল হয়ে যাবে গ্রামের মেঠোপথ।
 
হয়তো করিম বিবি আজ 
ভিক্ষার ঝুলি নিয়ে ঘরেই উপোস করবে,
দিনমজুর আক্তার মিয়া তার 
আদুরে কন্যার আবদার মেটাতে পারবে না।
 
হয়তো বই-খাতা বগল দাবা করে 
ভিজতে ভিজতে বাড়ি ফিরবে 
কিশোর-কিশোরীর দল,
দুরন্ত বালকেরা দাপিয়ে বেড়াবে 
মাঠ-ঘাট, পুকুর-নদী কিংবা পাড়া-মহল্লায়। 

তবুও বৃষ্টি আসুক 
তপ্ত রোদে উত্তপ্ত হওয়া মাটির বুক 
আজ শীতল হয়ে উঠুক,
একফোঁটা বৃষ্টির জন্য পক্ষীকুলের 
ছাতিফাঁটা কষ্টের নিবারণ হোক।
 
বৃষ্টি আসুক গ্রাম-শহর জুড়ে
বৃষ্টিতে বৃষ্টিতে ছেয়ে যাক আকাশ,
ভিজে ভিজে জুড়িয়ে যাক
গাছ, পাখি, মাটি, মানুষের শরীর
আর তৃষ্ণার্ত মন।
 
তবুও বৃষ্টি আসুক 
মনিরুল ইসলাম শ্রাবণ
১৫ মার্চ ২০২৩
অবকাশ, ব্রাহ্মণবাড়িয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ