Ticker

6/recent/ticker-posts

লেজ


লেজ 
মনিরুল ইসলাম শ্রাবণ 

চেয়ার বদল হয়
চেয়ারে বসে থাকা মানুষ বদল হয়,
শুধু বদলায় না 
চেয়ারের চারপাশে থাকা 
কিছু চাটুকারের দল। 

দিনে দিনে তাদের পকেট 
ফুলে ফেঁপে উঠে
গাড়ি-বাড়ি হয়, ব্যবসা বড় হয়,
ক্ষমতার চেয়ার চাটতে চাটতে 
জিভ, পেট, হাত-পা বড় হয়। 

একসময় তাদের পশ্চাৎদেশে 
অদৃশ্য এক লেজ গজায়
কল্পনায় তাদের রুপ দেখে বিস্মিত হই
অ্যাভাটার বা নাভিদের কথা মনে পড়ে। 

আমাদের চারপাশে তখন 
অদ্ভুত আকৃতির কিছু মানুষ ঘুরে বেড়ায়।
তাদের অদৃশ্য লেজের আঘাতে প্রতিনিয়ত
আমরা আহত হই, ক্ষত বিক্ষত হই। 

২২ সেপ্টেম্বর ২০২২খ্রি.
বিকেল ৫.৫১
টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ