Ticker

6/recent/ticker-posts

ভালো-মন্দ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।


 ভালো-মন্দ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ

গত প্রায় বছর যাবত কাজের এতো চাপ যে, সবসময় চার-পাঁচটি কাজ এক একসাথে রান করাতে হয় প্রতিদিনের তালিকায় থাকা বেশি গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রাধান্য দিয়ে সমাপ্ত করার চেষ্টা করি একটা কাজ শেষ হতে না হতেই আরও দুই-তিনটি কাজ এসে যুক্ত হয় নিজের অজ্ঞতা, অযোগ্যতা, অদক্ষতার বা নানান সিমাবদ্ধতার কারণে হয়তো কিছু ভুল থেকে যায় কিন্তু আমাকে ভালোবেসে যারা অন্যদের মাঝখান থেকে আমাকে বেছে নেন, বিভিন্ন কাজের দায়িত্ব দেন, চেষ্টা করি তাদের মর্যাদা রাখার তাই কষ্ট হলেও দ্রুত সময়ের মধ্যে নির্ভুলভাবে কাজগুলো সমাপ্ত করার যথাসাধ্য চেষ্টা করি আবার কেউ কেউ যে শুধুমাত্র স্বার্থপরেরমত ব্যবহার করেন বা ব্যবহার করার চেষ্টা করেন, তা যে একেবারে বুঝতে পারি না; তা কিন্তু নয় অনেক সময় বুজেও না বোঝার ভান করে থাকি মাত্র

কারো সমালোচনা, উপহাস, কারো অসহযোগিতা, তীর্যক দৃষ্টি, কারোবা কাঁটা বিছানো পথ পেরিয়ে ভালো আছি আল্লাহ্ ভালো রেখেছেন তাই জীবনে ঘটে যাওয়া ভালো-মন্দ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ খারাপ সময় আসে আমাদের  ধৈর্যর পরিক্ষা নিতে, পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় নিজেকে আরো মজবুত ভাবে তৈরী করতে আর আমাদের আশেপাশে থাকা মানুষ চরিত্রের মুখোশ উম্মোচন করতেদুঃসময়ে যারা পাশে ছিলেন, এখনো আছেন, পাশে রেখেছেন আপনাদের প্রতি ধন্যবাদ অফুরন্ত কৃতজ্ঞতা আপনারা আছেন বলেই আমি এখনো ফুরিয়ে যাইনি আপনাদের দোয়া সহযোগিতার  কারণেই নিবু নিবু করতে করতে আবার জ্বলে ওঠার চেষ্টা অব্যাহত রাখতে পারি


মনিরুল ইসলাম শ্রাবণ

সকাল ১১.১১

১৭ জানুয়ারি ২০২৩ খ্রি.

ছবি- রেফাতুল ইসলাম উদয় (১৭ ডিসেম্বর ২০১৫)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ