Ticker

6/recent/ticker-posts

ছায়ামানব

ছায়ামানব 

মনিরুল ইসলাম শ্রাবণ 


এই শহরে কি

কোনদিন রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন

এসেছিলেন কি কবি নজরুল

হইতো এসেছিল, হয়তোবা না ! 


এই শহরে কি শামসুর রাহমান এসেছিলেন

অথবা জীবনানন্দ দাশ

হয়তো এসেছিলেন, হয়তোবা না ! 


তবে এর অলিতে গলিতে

হেঁটেছিলেন অনন্ত, অদ্বৈত মল্লবর্মণ

হেঁটেছিলেন কবি আব্দুল কাদির

এসেছিলেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। 


ব্রিটিশ পুলিশ, গুপ্তচরদের চোখ ফাঁকি দিয়ে 

এই শহরে হয়তো আসেনি সূর্যসেন, ক্ষুদিরাম।

তবে বারবার এসেছিল উল্লাসকর, অশোক নন্দী। 


অধ্যাপক হরলাল রায়, শান্তুনু কায়সার, 

আসাদ চৌধুরী, হারুণ অর রশিদ, 

আল মাহমুদ, আহমদ ছফা, অলি আহাদ,

মুহম্মদ মুছা, সিপাহী মোস্তফা কামাল এর মত 

শত শত গুণিজন নিশ্বাস নিয়েছেন 

এই শহরের আলো বাতাসে। 


কত কবি, কত সাধক, শিল্পী

কত বিপ্লবী, বীর মুক্তিযোদ্ধার পদচারণায় 

ধন্য হয়েছে এই তিতাসের পাড়। 


আজো এই তিতাসের আঁকে বাঁকে তাঁদের

অদৃশ্য কন্ঠ শুনতে পাই 

কায়া না হোক 

নিত্য তাদের ছায়া দেখতে পাই

বলছি না বলছি না একদম ভুল 

যখন দেখি হেঁটে যান মোদের কবি জয়দুল। 


তিনি ঐতিহ্যের উত্তরসূরী 

ইতিহাস সেরাদের ছায়ামানব। 


সকাল ১০.৩৪/

১৩/০১/২০২৩


 ছবি কৃতজ্ঞতা; কবি হেলাল উদ্দিন হৃদয় ভাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ