Ticker

6/recent/ticker-posts

হাল জামানার সাহিত্য চর্চা নিয়ে কিঞ্চিত রম্য

প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি জীবনের শ্রেষ্ঠ লেখাটি হয়তো আজকেই লিখতে পারবো কিন্তু কোনদিনই তা লিখতে পারি না

তাই নিজের অযোগ্যতা অপ্রাপ্তির এক বুক কষ্ট নিয়ে প্রতিদিন বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে দৈনিক শ্রেষ্ঠ কবিতা, সাপ্তাহিক শ্রেষ্ঠ কবিতা, মাসিক সেরা কবিতা পড়ে এবং সেরা কবিদের চেহারা মোবারক দেখে নিজের জীবন ধন্য করি তাদের পাওয়া মেডেল, সনদ, পদক, সম্মাননা স্মারক দেখে মোবাইল স্ক্রিনে হাত বুলাই নিজের অধরা স্বপ্ন পূরণ না হওয়ার এক তীব্র বেদনা নিয়ে নতুন কিছু জানার, বোঝার, শেখার এবং লেখার চেষ্টা করি

এইসব কবিতা যারা বিচার করে, শ্রেষ্ঠ বানায়, প্রকাশ করে যারা সেই মেডেল, সনদ পেজগুলো বানায় এবং যারা গ্রুপগুলো চালায় তাদেরকে কাছ থেকে দেখার তীব্র ইচ্ছাও জাগ্রত হয় তাদের কাউকে কাছে পেলে আমি শুধু একটি কথাই জিজ্ঞেস করবো "ভাই আপনি মানুষ না'কি এলিয়েন! এত জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা আপনারা কোথায় পান" ?

এদিকে প্রতি ঘন্টায় ঘন্টায় যারা কবিতা ডেলিভারি দেন, তাদের দিকে তাকিয়ে মনে বলি "আপনি দেশের একটি উজ্জ্বল প্রতিভা রোবট সোফিয়ার চেয়েও মহাবিশ্বের বুকে আপনি এক অনন্ত বিস্ময় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মগজের মতো আপনার মগজ কেটে টুকরো টুকরো করে গবেষণা করা গেলে বিশ্ববাসী অনেক তথ্য জানতে পারতো এবং উপকৃত হতো

সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মরার আগে একবার দৈনিক শ্রেষ্ঠ কবি, অথবা সাপ্তাহিক বা মাসিক শ্রেষ্ঠ কবি হতে পারি

(হাল জামানার সাহিত্য চর্চা নিয়ে কিঞ্চিত রম্য)

মনিরুল ইসলাম শ্রাবণ

২৯ অক্টোবর ২০২২খ্রি.

তিতাসপাড়া, ব্রাহ্মণবাড়িয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ