ভোর
মনিরুল ইসলাম শ্রাবণ
জলের বুকে সারারাত জেলেদের
গ্রাসাচ্ছাদনের সংগ্রাম
তাদের সাথে নিজেদের জীবন বাঁচানোর
নিত্য লড়াই।
জিতে যাওয়া মাছগুলো এখন একটু
স্বস্তির নিঃশ্বাস ফেলছে,
মাছেদের মৃদু নিঃশ্বাসে দুলছে তিতাস বুক
কুঁজো বুড়ির হেঁটে যাওয়ার ছন্দের মতো
গতিময় তার ঢেউ।
জলের নিচে আজ জীবনের স্পন্দন
আনন্দ আয়োজন
সেই আয়োজনে অংশ নিতে আসে দিবাকর,
হামাগুড়ি দেয়া সূর্যের হাসিতে
চিকচিক করে জ্বলে ওঠে ঊর্মিমালার ভাঁজ
কিচিরমিচির রবে ডেকে ওঠে ভোরের পাখি।
জীবন মৃত্যুর নিত্য খেলায়
জেলে-জাল-তিমিরের নিশাবসান ঘটিয়ে
ভোর এসেছে আজ তিতাসের বুকে,
মায়াময় প্রশান্তি ছড়ানো স্নিগ্ধ এক ভোর।
২২ অক্টোবর ২০২২খ্রি.
0 মন্তব্যসমূহ